Home Bengal বাঁকা টিপ পড়ার নেপথ্যে কী রহস্য লুকিয়ে আছে জানেন?

বাঁকা টিপ পড়ার নেপথ্যে কী রহস্য লুকিয়ে আছে জানেন?

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন জানানো হচ্ছে।

by Pallabi Sanyal
34 views

মহানগর ডেস্কঃ সোশ্যাল মিডিয়াতে বেশকিছুদিন ধরে নারীদের বাঁকা টিপ পরে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। সবথেকে বেশি জয়া এহসান এর বাঁকা টিপ পড়া ছবি বেশি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি জয়ার সেই ছবিকে ঘিরে বিতর্ক দানা বাধছে।
জয়া যেই ছবি তার একাউন্টে পোষ্ট করেছেন,সেই ছবিতে দেখা যাচ্ছে, জয়া দুই ভুরুর মাঝামাঝি টিপ না পরে, কপালে অনেকটা বাঁকা ভাবে টিপ পরেছেন। তারপর তিনি ছবি তোলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় জয়া পোস্টও করেছেন মুখে মিষ্টি হাসি রেখে। কিন্তু এই ছবি পোস্ট করে, জয়া বোঝাতে কি চেয়েছেন সমাজমাধ্যমে তা জানেন? পোষ্ট করা মাত্র নেটিজেনদের গালাগালি থেকে শুরু করে, জঘন্য ভাবে কটাক্ষ করা হচ্ছে এই বাঙালি অভিনেত্রী জয়া আহসান কে, কিন্তু প্রশ্ন হচ্ছে জয়াকে “বাঁকা টিপ পরে” কেন কটাক্ষের শিকার হতে হচ্ছে তাইতো?

টিপ পড়ার পর যেকোনো ঐতিহ্যবাহি পোশাকের সাথে দারুন লাগে নারীদের। তবে টিপ আসলে, দুই ভুরুর মাঝখানে কিংবা কপালের খানিকটা উপরে টিপ পড়ার রেওয়াজ রয়েছে। কথায় আছে শাড়িতেই নারী, আর তার সাথে যদি কপালে টিপের ছোয়া পরে যায়, তাহলে মহিলাদের সৌন্দর্য একটু বেশিই বাড়িয়ে তোলে। নারীদের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপাদান এই টিপ। নারীরা কেউ সিঁদুরের টিপ পরেন, তো অনুষ্ঠান বিশেষে চন্দন এবং অন্যান্য রং আরও কত রকম সাইজের কারুকার্য করে অনেক রকম কায়দায় টিপ পরে থাকেন মহিলারা। গোল, ডিম্বাকৃতি, লম্বা, অর্ধ চাঁদ, তিন কোণা, নানা নকশার টিপ পরে থাকেন নারীরা। কিন্তু, এই টিপ যদি, কোনো নারী দুই ভুরুর মাঝখানে বা কপালে না পরে,যদি ভুরুর উপরে, অথবা কপালের অন্যত্র জায়গায় পরেন, দেখতে কিন্তু বেমানান লাগে। জয়া এবং তাঁর মতো অনেকে মহিলা অভিনেত্রীরাও এই আন্দোলনের প্রতিবাদে নিজেরদের সামিল করেছেন।

আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন জানানো হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে এই আন্দোলনের ঝড় জোরদার চলছে। এই আন্দোলনের নাম ‘অড ডট সেলফি’ । বাঁকা ভাবে টিপ পড়া কোনও ফ্যাশন এর অংশ নয়, এটি একটি নিস্তব্ধ বিপ্লব চলছে। বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে অনেকেই, এই আন্দোলনে সামিল হয়েছেন । আন্দোলন কারীরা তাদের আন্দোলনের নিজস্ব ভাষা তৈরি করেছেন। এই আন্দোলনে সাধারণ নারীদের পাশাপাশি যুক্ত হয়েছেন একাধিক অভিনেত্রী সহ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও।

জয়া লাল রঙের একটি টিপ বাঁকাভাবে কপালে পরেন, দিয়ে তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে, সেই ছবি পোস্ট করেছেন । তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, “কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি-হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভিতরেও কি আমাদের সবার ছবিটা একই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছেন। রক্তে মেখে যাচ্ছে তাঁদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাঁদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি, আর #OddDotSelfie লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।”

এই প্রতিবাদ করার পর যথেষ্ট কটাক্ষের শিকার হতে হয়েছে জয়াকে। জয়ার এই ছবির কমেন্টে, অর্থাৎ জয়ার “বাঁকা টিপ পড়া” পোস্ট ঘিরে, সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজ়েনদের একটা বড় অংশ তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয় যথেষ্ট কটাক্ষের শিকারও হন জয়া।

জয়ার করা পোস্টে সব থেকে বেশি যেই কমেন্টটি পরে সেই হচ্ছে, নেটিজেনদের মধ্যে একাংশ তাচ্ছিল্য করে লিখেছেন, “কত পুরুষ যে ঘরে নির্যাতিত হয় বউদের হাতে, সে খবর রাখেন?”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved