HomeBengalজোর করে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক

জোর করে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক

- Advertisement -

মহানগর ডেস্ক: গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে ফাঁকা চেম্বারে জ্বরে আক্রান্ত যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল।পুলিশ সেই অভিযোগে চিকিৎসক তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা থানা এলাকায়।স্থানীয় বাসিন্দারা শনিবার সন্ধে সাতটা নাগাদ এই খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়ে।

স্থানীয়রা ওই চিকিৎসকের চেম্বারের সামনে দীর্ঘ সময় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বছর ২৪-এর যুবতী অভিযুক্তর শাস্তির দাবিতে থানার দারস্থ হন।সুব্রত সরকার অভিযুক্ত তৃণমূল নেতার নাম।ছেলেবেলা থেকেই ওই যুবতী অভিযুক্ত সুব্রত সরকারের কাছে চিকিৎসা করাতেন।পাশাপাশি, তিনি ছিলেন তাঁদের পারিবারিক চিকিৎসক।যুবতী ও তাঁর পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে।

যুবতী সূত্রে খবর,জ্বরে ভুগছিলেন তিনি। এরপর সন্ধেয় তিনি গিয়েছিলেন ওই চিকিৎসকের কাছে।কেউ ছিল না সেই সময় চেম্বারে। যুবতীর অভিযোগ, ওষুধ নিয়ে বেরনোর সময় অভিযুক্ত হঠাৎই তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন।শুধু তাই নয় , যুবতীকে জোর করে চুম্বন খাওয়ার চেষ্টা করেন বলেও উঠেছে অভিযোগ।

এছাড়াও,যুবতী বেরতে গেলে তাঁকে জোর জবরদস্তি করতে থাকেন। ওই যুবতী কান্নায় ভেঙে পড়ে ঘটনার জেরে।কোনওভাবে বেরিয়ে এসে বাড়িতে সমস্ত ঘটনার কথা জানান তিনি। এরপর গ্রামের লোকেরা খবর পেয়ে সুব্রত সরকারের চেম্বারের সামনে ভিড় করে।

লিখিত অভিযোগ দায়ের হয় ওই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে।প্রতিবেশী ও যুবতীর পরিবার ও দের দাবি, “অভিযুক্ত সুব্রত সরকার এর আগেও এমন বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন ৷ অর্থের জোরে ক্ষমতা জোরে ঘটনাগুলো ধামাচাপা দিয়েছে ৷ এবার তাঁর শাস্তি চাই।”

Most Popular