HomeBengalনিম্নচাপের জের ! একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাতের সম্ভাবনা  

নিম্নচাপের জের ! একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাতের সম্ভাবনা  

- Advertisement -

মহানগর ডেস্ক: বিগত দুদিন ধরে গুমোট গরম কাটিয়ে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ৷ বর্তমান সময়ে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। আর এই নিম্নচাপের কারণেই আজ দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে ৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Defiant DMK Minister: আবহমান কাল ধরেই বৈষম্য চলছে, রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে এনে সনাতন ধর্ম নিয়ে মন্তব্যে অনড় ডিএমকে মন্ত্রী

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

Most Popular