Home Bengal নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর ওপর উঠলো ডাম্পার, মর্মান্তিক মৃত্যু দুই শিশু সহ ৭ জনের

নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর ওপর উঠলো ডাম্পার, মর্মান্তিক মৃত্যু দুই শিশু সহ ৭ জনের

টোটোটি ভাস্তার দিক থেকে গুড়াপের দিকে যাচ্ছিল।

by Pallabi Sanyal
63 views

মহানগ ডেস্ক : হুগলিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পর উঠলো ডাম্পার। এই ঘটনা প্রাণ কেড়েছে মোট ৭ জনের। যার মধ্যে ২ জন শিশুও রয়েছে। গুড়াপের কংসারিপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।ডাম্পারের চাকার তলায় পৃষ্ট হয়ে যাত্রীরা আহত হন। সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে সেখানে ছয়জনকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়, টোটোটি ভাস্তার দিক থেকে গুড়াপের দিকে যাচ্ছিল। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মানুষজন ও গুড়াপ থানার পুলিশ। ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করে।

নিহতরা হল দাদপুর বক্রেশ্বরের বাসিন্দা বিদ্যুৎ বেড়া(২৯), তার স্ত্রী প্রীতি বেড়া(২২) এবং তাদের পুত্র বিহান বেড়া(২)। এছাড়াও টোটোয় সওয়ারি আরেক যাত্রীরও মৃত্যু হয়েছে। নিহতের নাম সৃজা ভট্টাচার্য(২০)। তাঁর বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। একই সঙ্গে হুগলির পান্ডুয়া এলাকার নুপুর দাস(৫০) এবং রামপ্রসাদ দাস(৬২) ও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, কংসারিপুর মোড়ে যাত্রী বোঝাই একটি টোটো ছিল। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোটিকে ধাক্কা মারলে, ডাম্পারটি টোটোর ওপরে উঠে যায়।দুর্ঘটনার কারণে কংসারিপুর মোড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 

You may also like