HomeBengalঅতীত দুর্নীতি মামলা! সকাল থেকে প্রতারণা মামলায় সক্রিয় ইডি

অতীত দুর্নীতি মামলা! সকাল থেকে প্রতারণা মামলায় সক্রিয় ইডি

- Advertisement -

মহানগর ডেস্ক : আন্তর্জাতিক ভাষা দিবসের সকাল থেকেই অতি তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। তবে, এবার দুর্নীতি মামলায় নয়, প্রতারণা মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন ইডির আধিকারিকরা। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা মামলার তদন্তে বেনিয়াপুকুরে হানা দিয়েছে ইডি। মূল অভিযুক্ত কুণাল গুপ্ত গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই। মূল অভিযুক্ত সহ তার ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় চলছে চিরুণি তল্লাশি।

কুণালের বিরুদ্ধে অভিযোগ, ২০০৫-এ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় ১ হাজার কোটি হাতিয়েছে।সিআইডি হেফাজতে থাকাকালীন কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

প্রসঙ্গত, শহরের বুকে যেন প্রতারণার ঘটনা দিন দিন কমার বদলে বেড়েই চলেছে। এর আগেও ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ উঠেছিল শহরের নানা প্রান্ত থেকে। বেনিয়া পুকুরে সকাল থেকেই রয়েছেন ইডির আধিকারিকরা। নতুন কোন তথ্য উঠে আসে এই মামলায় সেটাই এখন দেখার।

Most Popular