মহানগর ডেস্ক : গরু পাচার মামলায় তিহারে আজও বন্দী ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল। মামলার তদন্ত চলছে। এবার ইডির নজরে কেষ্টর মা কালীর গয়না। প্রতিবছর বীরভূমে তৃণমূল পার্টি অফিসে মহা সাড়ম্বরে কালীপুজোর আয়োজন করা হয় যার প্রধান উদ্যোক্তা অনুব্রত। প্রতিমা সজ্জা নজর কাড়ার মতোই। গা ভর্তি থাকতো গয়না, সেই গয়না নিজের হাতে পরিয়ে দিতেন মাকে। সেই গয়না যে ব্যাঙ্কের লকারে রয়েছে সেই ব্যাঙ্কে বুধবার হানা দিল ইডি।
জানা যাচ্ছে,বোলপুরে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে নির্মিত হয়েছিল তৃণমূলের জেলা কার্যালয়টি। অর্থের উৎস জানতে, সেই সঙ্গে প্রায় ৮০০ ভরি গয়নার হিসাব নিতেই বোলপুর ইউনিয়ন ব্যাঙ্কে অভিযান চালান ইডির আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের বাড়ি যে ওয়ার্ডে অর্থাৎ নিচুপট্টি এলাকার কালিকাপুর ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায়কে নিয়ে ব্যাঙ্কে হানা দেয় ইডি।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় ২০২২ সালে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। মাঝে কেটে গিয়েছে গোটা একটা বছর।গ্রেফতারির পর দীর্ঘ সময় অনুব্রত মণ্ডলকে রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে। এরপর তাঁকে হেফাজতে নেয় ইডি এবং তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর ঠিকানা তিহাড়।