মহানগর ডেস্ক : এসএলএসটি চাকরিপ্রার্থীদের কি সুদিন আসছে? আগামী সোমবারই তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।ণমূল নেতা কুণাল ঘোষ চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরের সমন্বয় রাখার কাজ করছেন। শুক্রবার চাকরিপ্রার্থীদের সঙ্গে কুণালের একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর জানা যায় এসএলটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা শিক্ষা সচিব মণীশ জৈন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। চাকরিপ্রার্থীদের তরফে কুণাল ঘোষকেও বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএলএসটি শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু নতুন মামলায় তা আটকে রয়েছে। রাজ্য সরকার শূন্যপদও তৈরি করলেও কলকাতা হাইকোর্টে মামলার জন্য সেই নিয়োগ প্রক্রিয়াও আটকে যায়। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন কুণাল। লোকসভার আগে কোনো সমাধান সূত্র বের হয় কিনা সেটাই এখন দেখার।
উল্লেখ্য, এর আগে কুণাল ঘোষের বাড়ি সামনে প্ল্যাকার্ড, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এরপর কথা হয় দুপক্ষের। কুণাল ঘোষ চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে জানান,বিষয়টি নিয়ে তিনি বিকাশ ভবনে যাবেন কথা বলবেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন। সেই মতো তিনি বিকাশভবনে গিয়ে কথা বলেন। একের পর এক বৈঠক হলেও অপেক্ষা শুধু নিয়োগের।