Home Bengal রাজ্যের বয়স্করা পাবেন মাসে হাজার টাকা, জেনে নিন আবেদনের নিয়ম…..

রাজ্যের বয়স্করা পাবেন মাসে হাজার টাকা, জেনে নিন আবেদনের নিয়ম…..

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: রাজ্যে শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার শিবির। এবার নতুন ভাবে চারটি প্রকল্প যুক্ত করা হয়েছে। ওই চার প্রকল্পের সুবিধা মিলবে ‘দুয়ারে সরকার’ শিবির থেকেই। ওই চারটি নতুন প্রকল্পের মধ্যে রয়েছে বার্ধক্য ভাতাও। ৬০ বছরের বেশি বয়সীরা এই ভাতা পাবেন।

প্রসঙ্গত, উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য এতদিন পর্যন্ত ‘জয় জহর’ এবং ‘তফশিলি বন্ধু’ প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি বয়সীদের মাসিক ভাতা দিত রাজ্য সরকার৷ সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা ছিল না৷ তবে, এবারের দুয়ারে সরকার শিবির থেকে ৬০ বছরের বেশি বয়সী মানুষদের জন্য চালু করা হল এই বার্ধক্য ভাতা৷

আরও পড়ুন: Woman bitten By Big Snake: অতিকায় সাপকে চুমু, বিষধরের ভয়ঙ্কর কামড় মহিলাকে!

স্বামীহীনা কিংবা তফশালি জাতি-উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি, এমনকি, মেয়ের বিয়ের জন্য ভাতা বা সরকারি সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এরাজ্যের স্থায়ী বাসিন্দা সমস্ত প্রবীণ মানুষদের জন্যই চালু হল বার্ধক্য ভাতা৷ প্রথমে দুয়ারে সরকারের শিবিরে গিয়ে আবেদন করতে হবে। আবেদন মঞ্জুর হলে আবেদনকারী ব্যক্তি প্রত্যেক মাসে ১ হাজার টাকা করে পাবেন৷ সংশ্লিষ্ট আবেদন পত্রের সঙ্গে নেওয়া হবে আপনার ব্যাঙ্ক ডিটেলসও৷ প্রত্যেক মাসের নির্দিষ্ট তারিখে আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে ঢুকে যাবে৷ এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলুন তাড়াতাড়ি।

নবান্ন থেকে জানানো হয়েছে যে, ৬০ বছরের উপরে বয়স হলেই এই প্রকল্পে আবেদন জানানো যাবে। নারী পুরুষ উভয়েই এই প্রকল্পের আওতায় আসতে পারেন। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সে ছাড় মিলবে। ৫৫ বছর হলেই শারীরিক প্রতিবন্ধীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পত্রের সঙ্গে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর নথি। প্যান কার্ড না থাকলেও আবেদন করা যাবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved