Home Bengal মাঝরাতে ভয়াবহ আগুন দুর্গাপুর সিটি সেন্টারে ADDA ভবনে! পুড়ল সরকারি নথি

মাঝরাতে ভয়াবহ আগুন দুর্গাপুর সিটি সেন্টারে ADDA ভবনে! পুড়ল সরকারি নথি

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: বিধ্বংসী আগুন লাগল দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আসানসোল- দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে। মাঝরাত থেকে জ্বলছে পুরো দফতর। সমস্ত সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই ধারণা। আগুন নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ। দমকলের ১০ থেকে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রাতভর চেষ্টা চালিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, সোমবার মাঝরাতে দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে আগুন লাগে। রাত ২টোর পরে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলবাহিনী। দফতরের ঘরগুলিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা ।বাইরে থেকে জানলা দিয়ে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। হোস পাইপ দিয়ে জল দেওয়া হয়।

প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে জমি সংক্রান্ত প্রচুর নথিপত্র ছিল। বাড়ি তৈরি, বা বাণিজ্যিক নির্মাণ সংক্রান্ত বহু নথিপত্রও থাকে সেখানে। বিধ্বংসী আগুনে সবই পুড়ে ছাই বলে জানা যাচ্ছে। তাই আগামী দিনে সরকারি কাজকর্মে খুবই সমস্যা হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সূত্রের খবর, প্রায় ৫ ঘণ্টা ধরে চেষ্টা করে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণ আনে। দমকলের আধিকারিকরা জানান, এই ভবনে জলের কোনও সোর্স ছিল না। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। একটা ওয়াটার রিজার্ভারও বিল্ডিংয়ে থাকলে এতটা সমস্যা হতো না বলে মত দমকলের। এডিডিএ চেয়ারম্যান জানান, কী কারণে আগুন লাগল তা জানা যায়নি।

You may also like