Home Bengal ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন,পুড়ে ছাই ২০টির মতো ঘর,বন্ধ দক্ষিণ শাখার রেল চলাচল

ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন,পুড়ে ছাই ২০টির মতো ঘর,বন্ধ দক্ষিণ শাখার রেল চলাচল

by Sibapriya Dasgupta
29 views

মহানগর ডেস্ক : ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই অন্তত ২০টি ঘর। ঘটনাস্থলে দলমল ২ ঘণ্টা দেরিতে এসেছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ। বিলম্বে হলেও ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। দীর্ষ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা ১০ মিনিট নাগাদ ঢাকুরিয়া রেল গেটের কাছে ঝুপড়িতে আগুন লাগে। স্থানীয়েরা দাবি করেছেন, আগুন লাগার পর বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। কিন্তু লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকায় আগুন নেভাতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়।

এদিকে আগুন লাগার ফলে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল এখন বন্ধ। ট্রেন লাইনে বহু মানুষ জড়ো হয়েছেন বলে ট্রেন চালানো যাচ্ছে না। দুপুর দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। তাদের রেল লাইন থেকে জলের পাইপ, ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কৌশিক মিত্র আরও জানিয়েছেন, আগুন লাগার ঘটনা দুঃখজনক কিন্তু একজনের দুঃখ অন্যের দুঃখের কারণ হয়ে না যায়। রেল লাইন থেকে সকলকে সরে যেতে অনুরোধ করছি, লাইন ফাঁকা হয়ে গেলেই চালু হবে ট্রেন। ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

এদিকে স্থানীয় বস্তির মানুষদের বক্তব্য, এখনই রেল চালালে আগুন নেভানোর কাজ করা যাবে না। তাই আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত ট্রেন চলাচল করতে তাঁরা দেবেন না।
আগুনে ২০টি বস্তির ঘর পুড়ে গিয়েছে। বহু মানুষের টাকা, পয়সা, অলংকার, গুরুত্বপূর্ণ নথি, জন্ম সার্টিফিকেট পড়ে গিয়েছে। এখন ঘর পোড়া মানুষগুলোর মধ্যে শুধুই হাহাকার।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved