Home Bengal অপেক্ষার চার মাস! তারপরেই খুলে যাবে জগন্নাথ দেবের মন্দির, প্রহর গোনা শুরু ভক্তদের

অপেক্ষার চার মাস! তারপরেই খুলে যাবে জগন্নাথ দেবের মন্দির, প্রহর গোনা শুরু ভক্তদের

পূর্ব মেদিনীপুরে সভা করতে গিয়ে মন্দিরের লেটেস্ট আপডেট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

by Pallabi Sanyal
13 views

মহানগর ডেস্ক : আর পুরী নয়, এবার জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে এই বাংলাতেই। অপেক্ষার আর মাস চারেক। মূর্তি প্রস্তুত। তবে, মন্দির উদ্বোধনে কয়েকটা মাস লাগবে আরো। দিঘার রাজ্য সরকার যে জন্নাথ মন্দির নির্মাণ করছে তা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে গেলে খুব সহজেই ঘুরে আসা যাবে। তবে মন্দিরের নির্মান কার্য আরেকটু বাকি রয়েছে।

পূর্ব মেদিনীপুরে সভা করতে গিয়ে মন্দিরের লেটেস্ট আপডেট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনান, ‘মূর্তি তৈরি হয়ে চলে এসেছে।পুরীর মূর্তিটি নিমকাঠের তৈরি। আমাদের মূর্তি মার্বেল দিয়ে তৈরি। সামান্য তফাত তো থাকবেই।’ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে মন্দিরটি। জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলে পর্যটনেও শ্রীবৃদ্ধির আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বর মাসে পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন থেকে নির্মাণ শুরু হয় মন্দিরের। ২০২৩ সালের এপ্রিল মাসের শুরুতে নির্মীয়মান মন্দির চত্বরটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, লোকসভা নির্বাচনের আগেই মন্দিরটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনও অপেক্ষা করতে হবে মাস।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved