Home Bengal বিষাদের দোল! রঙের উৎসব নিয়ে কড়াকড়ি বিশ্বভারতীতে

বিষাদের দোল! রঙের উৎসব নিয়ে কড়াকড়ি বিশ্বভারতীতে

by Pallabi Sanyal
22 views
মহানগর ডেস্ক : সামনেই দোল উৎসব। রঙের খেলা মানেই সবার প্রথমে যে জায়গার নাম মাথায় আসে তা হল শান্তিনিকেতন। বসন্তে রঙিন হতে অনেকেই ছুটে যান শান্তিনিকেতনে। পৌষ মেলা থেকে বসন্তোৎসব, দোলে জনসমাগম ঘটে শান্তিনিকেতনে। তবে এবারে দোল পৌষ মেলার আয়োজন করা হলেও বসন্ত উৎসব নিয়ে কড়াকড়ি বিশ্বভারতীতে।
দোলের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রবীন্দ্র ভবন ও আশ্রম চত্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে। মূলত, বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁধ ভাঙা জন সমাগমে যাতে ঐতিহ্য ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে নজর দিয়েই দোলে বিশ্বভারতী ও আশেপাশে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে।
বিশ্বভারতী সূত্রে খবর, পড়ুয়াদের প্রবেশের অনুমতি থাকলেও দোলে প্রবেশের অনুমতি নেই সাধারণের। উপাসনাগৃহের সামনে থেকে সঙ্গীত ভবন পর্যন্ত রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে। উল্লেখ্য, ২০১৯ সালে শেষবারের মতো বসন্তোৎসব পালিত হয়েছিল। তারপর করোনায় ছেদ পড়েছিল। তার পরেও ২ বছর বন্ধ ছিল দোল উদযাপন। ফের একবার দোলে ছেদ পড়তে চলেছে বিশ্বভারতীর বসন্তোৎসবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved