Home Bengal শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন ‘জেমস বন্ড’ রাজ্যপাল: ব্রাত্য বসু

শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন ‘জেমস বন্ড’ রাজ্যপাল: ব্রাত্য বসু

by Mahanagar Desk
7 views

মহানগর ডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে গত কয়েক দিন ধরেই একের পর এক নির্দেশ জারি করা হয়েছে রাজ ভবনের তরফে। এ ব্যাপারে এ যাবৎ কোনও মন্তব্য করা হয়নি রাজ্যের শিক্ষা দফতরের তরফে। সোমবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার জন্য সাংবাদিক বৈঠকে তাঁকে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী।

‘জেমস বন্ড’ থেকে ‘রাজা কৃষ্ণচন্দ্রের বিদূষক’ একের পর এক উপমা রাজ্যপালের নামের পাশে জুড়ে দিলেন ব্রাত্য বসু। হুমকি দিলেন আদালতে যাওয়ার। সোমবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল প্রসঙ্গে ব্রাত্য বলেন, “উচ্চশিক্ষা দফতর ও মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে, তাঁদের তোয়াক্কা না করে, রাজ্যপাল একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করছেন। কখনও সেই উপাচার্যকে তিনি নিজেই বিতাড়িত করছেন, কখনও আবার তিনি নতুন উপাচার্য নিয়ে আসছেন। কখনও তাঁকেও আবার তাঁর পছন্দ হচ্ছে না”।

আরও পড়ুন:

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় প্রসঙ্গ উঠে আসে রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায়। তিনি বলেন, “জগদীপ ধনখড় যে সময়ে রাজ্যপাল ছিলেন, তখন অন্ততপক্ষে আলোচনার পরিসর ছিল। কিন্তু এখনকার রাজ্যপাল তো জেমস বন্ডের মতো আচরণ করছেন। বর্তমান রাজ্যপাল জেমন বন্ডের মতোই নিঃশব্দ প্রহেলিকার মতো কাজ করে চলেছেন।”

কৃষ্ণচন্দ্রের রাজসভায় শ্রেষ্ঠ বিদূষকটির আত্মাকে পুনর্জাগ্রত করা হয়েছে বলে রাজ্যপালকে আক্রমণ করেন ব্রাত্য। তাঁর কথায়, “রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে উপাচার্য নিয়োগ আইনবিরুদ্ধ। আমরা এই নিয়ে আদালতে যাব”। যে সব অধ্যাপকরা সরকারের সঙ্গে সহযোগিতা করেন তাদের বহিষ্কারের হুমকি দিচ্ছেন রাজ্যপাল বলে অভিযোগ তাঁর। সমঝোতার প্রস্তাব দিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “আলোচনার টেবিলে আসুন। উচ্চশিক্ষার সম্মান নষ্ট হচ্ছে।”

You may also like