Home Bengal ক্রমশ ফুসছে ঘূর্ণাবর্ত, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

ক্রমশ ফুসছে ঘূর্ণাবর্ত, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক : আবহাওয়া দপ্তর মারফত জানা গিয়েছে,এই মুহূর্তে দিঘার ওপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা।সোমবার দিনভর দেশের একাধিক রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আগামী ১২ সেপ্টেম্বর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে আবারও ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। ওডিশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি।

সেইসঙ্গে বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি। ওই দু’দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার তুলনায় কিছুটা বেশি বৃষ্টি সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১১ সেপ্টেম্বর, অর্থাৎ আজ সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।সবকটি জেলাতেই হাল্কা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved