Home Bengal সিঁথি ভরা সিঁদুর লাল টিপে হাসিন! নতুন কনের বেশে মহম্মদ শামির বিচ্ছিন্না স্ত্রী।

সিঁথি ভরা সিঁদুর লাল টিপে হাসিন! নতুন কনের বেশে মহম্মদ শামির বিচ্ছিন্না স্ত্রী।

by Sushama
66 views

মহানগর ডেস্কঃ পেশায় মডেল তিনি। এখন কাজ করছেন আই পি এল এর চিয়ার লিডার হিসেবে। বেশ কিছু বিজ্ঞাপন সংস্থার সাথেও যুক্ত আছেন হাসিন জাহান(Haseen jahan)। শামির সাথে আলাপ হয় আই পি এল এর ফাঁকেই। কলকাতার মেয়ে তিনি। চুটিয়ে প্রেম করার পর ২০১৪ সালের ৬ জুন করেছিলেন বিয়ে। দুজনের ছাদ আলাদা হলেও। ডিভোর্স এখনও চূড়ান্ত হয়নি। তাঁর মাঝেই হাসিনের বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায়।

একই অঙ্গে অনেক রূপ। কখনও দুধ সাদা বিছানায় শুয়ে আলসেমিতে মাখামাখি করছেন। কখনো আবার লাস্যময়ী নারী রূপে বানাচ্ছেন একের পর এক ভিডিও। তবে এবার যা করলেন, সেই দৃশ্য দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের। সম্প্রতি লাল সাদা শাড়িতে ধরা দিলেন মডেল। কপাল ভরে থাকা সিঁদুর, লাল টিপ, নাকে নোলক পিঠ খোলা ব্লাউজে ধরা দিলেন মহম্মদ শামির বিচ্ছিন্না স্ত্রী। ভিন্ন ধর্মাবলম্বী হলেও হিন্দুধর্মের উৎসবে মেতে উঠতে কোনো কুণ্ঠা বোধ নেই জাহানের।

গতবছর দুর্গাপুজোতে আগমনী শুট সেরেছিলেন মডেল অভিনেত্রী। গঙ্গার পারে দুর্গা সেজে পিঠ খোলা ব্লাউজ পড়ে হাসি মুখে সেলফি তুলেছিলেন তিনি। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা রীতিমত ভাইরাল। এসেছে একাধিক কটাক্ষ বান। একজন শামির প্রসঙ্গ টেনে লেখেন ভগবান যেন চরম শত্রুকেও এমন বউ ন দেন। অসহ্যকর একজন মহিলা। শামি ভক্তদের দুচোখে বিষ।

হাসিন-শামির দাম্পত্য কলহ আজকের নয়। দীর্ঘদিন যাবত তাদের ডিভোর্সের মামলা ঝুলে রয়েছে। বরের সঙ্গে মুখ দেখাদেখি নেই হাসিনের। ২০১৮ সাল থেকে চলছে আইনি লড়াই। শামির থেকে পাওয়া খোরপোষের টাকাতেও সন্তুষ্ট নন এই মহিলা। শামীকে সোশ্যালে একাধিক কুমন্তব্য করেছেন হাসিন। বলেছেন নপুংসক।

You may also like