Home Bengal তুষারপাতে বিপত্তি! সান্দাকফুতে আটকে পড়েছেন ৪০ জন পর্যটক

তুষারপাতে বিপত্তি! সান্দাকফুতে আটকে পড়েছেন ৪০ জন পর্যটক

পর্যটকদের মধ্যে অনেকেই গাড়িতে করে শিলিগুড়িতে নেমে আসেন।

by Pallabi Sanyal
30 views

মহানগর ডেস্ক : পাহাড়ে তুষারপাতের দৃশ্য সৌভাগ্যের ব্যাপার। এমন অনেক পর্যটকই আছেন যারা তুষারপাত উপভোগ করবেন বলেই পাহাড়ে যান। পাহাড়ের শ্বেত শুভ্র শোভা তাদের কাছে অন্যতম আকর্ষণ। কিন্তু জানেন কি, সব সময় এই তুষারপাত আনন্দের নাও হতে পারে। টানা তুষারপাতের জেরে সান্দাকফুতে আটকে পড়েছেন ৪০ জন পর্যটক। চূড়ান্ত সমস্যায় পর্যটকরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, পর্যটকদের মধ্যে অনেকেই গাড়িতে করে শিলিগুড়িতে নেমে আসেন। শিলিগুড়িতে নামার পর স্বস্তি দেখা গিয়েছে পর্যটকদের চোখেমুখে।পর্যটকদের আবেদনে পুলিশ, এসএসবি এবং গাড়ি চালকরা তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।

বিগত কয়েকদিন ধরেই রাজ্যে পট পরিবর্তন ঘটেছে আবহাওয়ার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগমন ঘটেছে কালবৈশাখীর। ঝড়-বৃষ্টি প্রায় নিত্যদিনই হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা। রাত থেকে শুরু হয়ে যায় বৃষ্টিপাত। পাশাপাশি সান্দাকফুতে ওই দিন রাত থেকে শুরু হয়ে যায় তুষারপাত। যার ফলে একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। সকালে দেখা যায়, গোটা সান্দাকফুই ঢেকে গিয়েছে সাদা তুষারের চাদরে। এহেন দৃশ্য দেখে পর্যটকদের মন আনন্দে ভরে উঠলেও টানা তুষারপাতের কারণে কিছু জায়গায় রাস্তার উপর কয়েক ইঞ্চি বরফও জমে যায়। ফলে প্রভাবিত হয় যান চলাচল। আটকে পড়েন পর্যটকরা।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved