HomeBengalঝেঁপে বৃষ্টি আসছে রবিবার, রইল আবহাওয়ার আপডেট...

ঝেঁপে বৃষ্টি আসছে রবিবার, রইল আবহাওয়ার আপডেট…

- Advertisement -

মহানগর ডেস্ক: রবিবার পুজোর শপিং পণ্ড হতে চলেছে। ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজো আসতে আর ৪৮ দিনও বাকি নেই। উইকএন্ড মানেই পুজোর শপিং। তবে রবিবার রাজ্যের ছ’টি জেলায় বৃষ্টি হতে পারে। জেনে নিন দুই বঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ..

আরও পড়ুন: ১২টি রাশির আজকরে দিনটি কেমন কাটবে! জেনে নিন 

আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া এই ছ’টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই আগামী মঙ্গলবার পরিণত হতে পারে নিম্নচাপে। সেই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:রণবীর নন, সৌরভের বায়োপিকে দাদা এই অভিনেতা

আপাতত যা পূর্বাভাস রয়েছে, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। সাধারণত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে অসহ্যকর গরম থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ।

আজ সারাদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? রবিবার উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় একেবারে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Most Popular