Home Bengal সপ্তাহের শুরুতে হাওয়া বদল, জারি থাকবে বৃষ্টি

সপ্তাহের শুরুতে হাওয়া বদল, জারি থাকবে বৃষ্টি

by Ritika Chakraborty
0 views

বিশ্বকর্মা পুজোতেও আকাশের মুখ থাকবে ভার। সোমবার বিশ্বকর্মা পুজো। সেদিন পাড়ায় পাড়ায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা মাটি করতে পারে হালকা মাঝারি বৃষ্টি। ছত্তীশগড়ের দিকে এগোচ্ছে নিম্নচাপ। ওড়িশার পরে দিঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে ১৬ ও ১৭ সেপ্টেম্বর বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিশ্বকর্মা পূজোয় ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই বঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও মঙ্গল কিংবা বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

বিশ্বকর্মা পুজোর দিনে ভিজবে কি উত্তরবঙ্গ? উত্তরবঙ্গের জেলাগুলিতে একেবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলা এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনার পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আজ কলকাতা আর তার আশেপাশের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved