Home Bengal আদালত অনুমতি দিলে ১০ দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান, বললেন মন্ত্রী পার্থ ভৌমিক

আদালত অনুমতি দিলে ১০ দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান, বললেন মন্ত্রী পার্থ ভৌমিক

by Mahanagar Desk
35 views

মহানগর ডেস্ক : সন্দেশখালির পাত্রপাড়া গ্রামের বিক্ষুব্ধ মহিলাদের সামনে বসে শনিবার শেখ শাহজানাহকে গ্রেফতার করতে না পারার পিছনে রাজ্য সরকারের আসল অক্ষমতার রহস্য উন্মোচন করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শেখ শাহজাহানকে রাজ্য গ্রেফতার করতে না পারার বিষয়ে ইডির কোর্টে বল ঠেলে দিলেন পার্থ ভৌমিক। বললেন, হাই কোর্টে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে ইডি। কলকাতা হাই কোর্ট রাজ্য পুলিশকে এই মামলায় অংশ নিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতারের অনুমতি দেয়নি। না হলে ১০ দিনে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ ধরে ফেলত। তবে গ্রামের অত্যাচারিত এবং বিক্ষুব্ধ মহিলারা সেচমন্ত্রীর এই যুক্তিকে আমলও দিলেন না বিশ্বাসও করলেন না।

পার্থ ভৌমিক এবং সুজিত বসু এই দুই মন্ত্রী শনিবার সন্দেশখালি গ্রামের বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে সমস্যা সমাধানে আলোচনায় বসেছিলেন। পার্থ ভৌমিক বলেন, “রাজ্য পুলিশের আন্ডারে উত্তম এবং শিবু গ্রেফতার হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টে আবেদন করে বলবেন, কলকাতা হাই কোর্ট রাজ্যকে অনুমতি দিলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ১০ দিনে মধ্যে ধরে দেবে। হাই কোর্ট তো রাজ্য, কলকাতা পুলিশকে শেখ শাহজাহানকে ধরার অনুমতি দেয়নি।” পার্থ ভৌমিকের এদিনের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে হাই কোর্ট রাজ্য পুলিশকে অনুমতি দিচ্ছে না বলেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। তাহলে কী রাজ্য পুলিশ জানে কোথায় আছে শেখ শাহজাহান? না হলে কী ভাবে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন আদালত অনুমতি দিলে ১০ দিনে শেখ শাহজাহানকে গ্রেফতার করবে রাজ্য পুলিশ।

প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই জানিয়েছে, যার বিরুদ্ধে এতো অভিযোগ তাকে এতোদিন কেন ধরা হচ্ছে না? সন্দেশখালির বিদ্রোহী মহিলারা প্রতিদিন তাঁদের আন্দোলনের উত্তাপ বাড়িয়ে চলেছেন। পুলিশ এবং রাজ্যের দুই মন্ত্রীর সামনে গ্রামের মহিলারা জানিয়ে দিলেন, “শেখ শাহজাহানকে ধরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আমরা চাই না। মমতা যখন ৫০০/১০০০ টাকা না দিতেন তখন আমাদের ঘরের ছেলেরা কাজ করেনি? আমরা বেঁচে ছিলাম না?” এই প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা বলেন, “পার্থ ভৌমিক বলছেন, হাই কোর্ট বলেছে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না। এসব ডাহা মিথ্যা কথা। কোর্টের এই অর্ডারটা পার্থ ভৌমিক দেখাতে পারবেন তো?”

এদিকে মানুষের বিরুদ্ধে অত্যাচার হলে এভাবেই বোধহয় জনরোষের বহিঃপ্রকাশ হয়। এই ক্ষোভ পুলিশ দিয়ে কতটা মোকাবিলা করা যাবে সেটা যেমন একটা বড় প্রশ্ন তেমন অন্য আর একটা প্রশ্ন মন্ত্রীরাও কি পারবেন দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের, সিরাজের, শিবুর, উত্তমের অত্যাচারের ক্ষতে প্রলেপ দিতে? রাজ্যের যে দুই মন্ত্রী শনিবার সন্দেশখালিতে গিয়েছিলেন তার মধ্যে একজন হলেন পার্থ ভৌমিক অন্যজন সুজিত বসু। ক্ষুব্ধ মহিলাদের বক্তব্যকে “শিখিয়ে দেওয়া কথা” বলে উড়িয়ে দিয়েছেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিকের তুলনায় কিছুটা অভিজ্ঞ এবং জনভিত্তি থাকা অন্য আর এক মন্ত্রী সুজিত বসু বলেছেন, “আমরা দিদির (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) হয়ে এসেছিলাম। যা শুনলাম, সবটা দিদিকে জানাবো।”

You may also like