Home Bengal ‘পুলিশ মাইক খুলতে এলে প্যান্ট খুলে নিন’, রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

‘পুলিশ মাইক খুলতে এলে প্যান্ট খুলে নিন’, রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

by Mahanagar Desk
29 views

মহানগর ডেস্ক: রাম মন্দিরের উদ্বোধন রাত পোহালেই। উৎসবের মেজাজে গোটা দেশ সেই উপলক্ষে। রামভক্তরা এরাজ্যেও বিভিন্ন উৎসবের আয়োজন করেছেন। কিন্তু অভিযোগ উঠছে,অনেক জায়গাতেই পুলিশ উৎসব আয়োজনে বাধা দিচ্ছে। বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ এই পরিস্থিতিতে পুলিশ উৎসব আয়োজনে বাধা দিলে প্যান্ট খুলে নেওয়া’র বার্তা দিলেন।

খড়গপুরে এক চা চক্রে যোগ দিয়ে রবিবার সাতসকালে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘হিন্দু সমাজের কোনও উৎসবে কোনও ঝামেলা হয় না, দাঙ্গা হয় না, এটা ইতিহাস। যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, উত্তেজনা ছড়াচ্ছে, দাঙ্গা করার চেষ্টা করছে, তাদের সম্পর্কে সতর্ক থাকুন। হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব করবে। বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে।’

ঠিক এর পরেই দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘খড়গপুরে এসে শুনলাম, ‘যেখানে যেখানে উৎসবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে। মাইক লাগাতে দিচ্ছে না, মাইক নামিয়ে নিতে বলছে, ডেকরেটরদের ধমকাচ্ছে, যাতে মাইক না দেয়। আমি হিন্দু সমাজকে আবেদন করব, আপনারা জোরদার উৎসব করুন। ৫০০ বছর পরে রাম তাঁর বাড়িতে আসছেন, আমরা একদিনের উৎসব করছি, তাতে যদি কেউ বাধা দেয়, পুলিশ যদি মাইক নামাতে আসে, মাইক খুলতে আসে, পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন, বাকি আমি দেখব, বিজেপি দেখবে।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved