মহানগর ডেস্ক: বৃহস্পতিবার ছিল কৌশিকী অমাবস্যা। বুধবার রাত থেকেই সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। এমন অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে মদ্যপান করে স্নান করতে নেমে মন্দারমণির সৈকতে তলিয়ে গেলেন কলকাতার ৫ যুবক। দুই পর্যটক এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের মন্দারমণির সমুদ্র সৈকতে।
জানা গিয়েছে, এদিন কলকাতার পাঁচ যুবক সমুদ্র স্নানে নেমেছিলেন। শুক্রবার সকাল থেকেই সমুদ্র উত্তাল ছিল। প্রশাসনের তরফে মাইকিং করে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছিল। সেই নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁচ যুবক সমুদ্র স্নানে নামেন। পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ যুবকই মদ্যপান করেছিলেন। মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা।তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি ২ জন। মারা গিয়েছেন একজন। আরও দুই যুবক এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।পুলিশ সূত্রে খবর, ওই ৫ যুবক কলকাতার ধর্মতলার বাসিন্দা ।
বৃহস্পতিবার মন্দারমণি আসেন তাঁরা ।মৃত যুবকের নাম নাভেদ আখতার। বয়স ২৮। হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা (২৪) এবং শেখ আব্দুস (২২)। ওসামা আহেত (২৫) এবং আতিফ হায়দার (২৫) নামেই দুই যুবক নিখোঁজ।