Home Bengal নজরে সংখ্যালঘু ভোট! ডায়মণ্ডহারবার সহ ১৪টি আসনে প্রার্থী দিতে চায় আইএসএফ

নজরে সংখ্যালঘু ভোট! ডায়মণ্ডহারবার সহ ১৪টি আসনে প্রার্থী দিতে চায় আইএসএফ

সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি।

by Pallabi Sanyal
40 views

মহানগর ডেস্ক : দিল্লিতে পলটব্যুরোর মিটিং থেকে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক মহল। বিজেপি-তৃণমূল প্রার্থী ঘোষণা করলেও বামেরা এখনও নাম ঘোষণা করেনি প্রার্থীদের। এদিকে বাম-কংগ্রেস-আইএসএফের জোটের ভবিতব্য কী তা জানতেও মুখিয়ে রয়েছে মানুষ। লোকসভায় কি গত বিধানসভার মতো জোট হবে? সেই প্রশ্ন রয়েই যাচ্ছে।

এদিকে, সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। ৪২ টি আসনেরমধ্যে ১৪-১৫টি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। মূলত, সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিকেই টার্গেট করেছে নওশাদ সিদ্দিকীর দল। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, বারাসত, বসিরহাট, উলুবেড়িয়া, বালুরঘাট, মুর্শিদাবাদ, মালদার মতো কেন্দ্রগুলি। ডায়মণ্ড হারবারে ফের তৃণমূল প্রার্থী করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই একই আসন থেকে নওশাদের লড়াইয়ের যে জল্পনা চলছিল তা বাস্তবায়িত হয় কিনা সেটাও দেখার। অন্যদিকে রাজনীতিতে যোগ দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ডায়মণ্ড হারবার থেকে অভিষেককে হারাবেন। সব মিলিয়ে ডায়মণ্ড হারবার নিয়ে চড়ছে পারদ। শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।

প্রসঙ্গত,অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নওশাদ সিদ্দিকী ডায়মণ্ড হারবারে একে অপরের বিরুদ্ধে লড়াই করলে মানুষ কাকে বেছে নেয় সেটাই দেখার। তবে যতক্ষণ না সবকটি রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করছে নিশ্চিত হওয়া যাচ্ছে না এ বিষয়ে।

 

You may also like