Home Bengal হাসপাতালে ভর্তি কবীর সুমন, গুরুতর অসুস্থ গানওয়ালা!

হাসপাতালে ভর্তি কবীর সুমন, গুরুতর অসুস্থ গানওয়ালা!

কেমন আছেন?

by Sushama
32 views

মহানগর ডেস্কঃ গুরুতর অসুস্থ গানওয়ালা। সোমবার দুপুরেই ভর্তি করা হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন কবীর সুমন(kabir Suman)। শিল্পীর দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। তৈরি করা হয়েছে মেডিকেল বোর্ড। সপ্তাহের শুরুতে প্রিয় গায়কের এমন অসুস্থতার খবরে উদ্বিগ্ন সকলে। কবীর সুমনের দ্রুত আরোগ্য কামনার ব্রতী হয়েছেন অনুগামীরা।

কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় কবীর সুমনকে। সূত্রের খবর এদিন দুপুরে হঠাৎই শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন গায়ক। সিসিইউতে ভর্তি করানো হয়েছে। দ্রুত চিকিৎসা শুরু করার জন্য জরুরি ভিত্তিতে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁর শরীরে আর কোনো সমস্যা হয়েছে কি না, ঠিক কি কি সমস্যা নিয়ে গায়ককে ভর্তি হতে হল হাসপাতালে তা এখনো অবধি জানা যায়নি। কবীর সুমনের ঘনিষ্ঠ শিল্পী মনীষা দাশগুপ্ত আজ দুপুরে নিজের সামাজিক মাধ্যমের পাতায় এই খবর জানিয়েছেন। মনীষা দেবি লিখেছেন “কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।” বাড়িতে অসুস্থ বোধ করেন তিনি। সিসিইউ স্পেশালিস্ট চিকিৎসক সোমনাথ দের তত্ত্বাবধানে রাখা হয়েছে কবীর সুমনকে। শিল্পী শ্বাসকষ্ট ও গলা ব্যথার সমস্যায় ভুগছিলেন।

শ্বাসকষ্ট জনিত সমস্যা গায়কের ছিল। অবওয়ার পরিবর্তনের জন্য তা আরও বেড়েছে বলে জানা গেছে। অসুস্থতার জন্য কবীর সুমন একটানা বসে গিটার বাজাতে পারেন না। বেশিক্ষন এক জায়গায় বসে থাকতেও পারেন না। এমনটাই জানিয়েছিলেন তিনি নিজেই। এই মহুর্তে গায়কের সঙ্গে দেখা করা যাবে না। চিকিৎসকদের কড়া নির্দেশ রয়েছে। ৪ থেকে ৫ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে সুমনকে।

You may also like