Home Bengal ১০০ দিনের কাজের টাকা ফেরানোর দাবিতে রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন প্রত্যাখ্যান করলো  ক্লাব 

১০০ দিনের কাজের টাকা ফেরানোর দাবিতে রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন প্রত্যাখ্যান করলো  ক্লাব 

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: রাজ্য সরকারের রাজ্যপালও পাশাপাশি সেরা পুজোকে ‘দুর্গারত্ন’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।মঙ্গলবার রাতে সেই পুরস্কার বিজয়ীদের নাম রাজভবনের পক্ষ থেকে ঘোষণা করা হয়। রাজভবনের তরফে পুরস্কৃত করা হয় চারটি পুজোকে। রাজভবনের তরফে জানানো হয়েছে, আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের কারণে পুরস্কার পাচ্ছে কলকাতার টালা প্রত্যয়ের মণ্ডপ।পুরস্কৃত করা হচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপকে জাঁকজমক ও বিশালত্বের নিরিখে।

বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মণ্ডপকে পুরস্কৃত করা হচ্ছে পরিবেশ সচেতনতার জন্য।থিমের নতুনত্বে পুরস্কার জিতে নিয়েছে নেতাজি নগর (লো ল্যান্ড)-এর পুজো মণ্ডপ। চারটি পুজোকে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হল বলে জানিয়েছে রাজভবন।পুরস্কার মূল্যের পাঁচ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে বিজয়ীদের মধ্যে।

কল্যাণীর লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ বুধবার পুজো উদ্যোক্তাদের তরফে দুর্গারত্ন সম্মান প্রত্যাখ্যান করে। ক্লাবের কর্ণধার তথা কল্যাণী পুরসভার কাউন্সিলর অরূপ ওরফে টিঙ্কু মুখোপাধ্যায় বলেন, “রাজ্যপাল পুরস্কার প্রদান না করে ১০০ দিনের কাজের টাকা আদায় করে দিন কেন্দ্রীয় সরকারের থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বঞ্চিতরা এই দাবিতে দিল্লি অভিযান করেন। রাজভবনে ধরনা দেন। কিন্তু রাজ্যপাল সদর্থক কোনও ভূমিকা নেননি। গরিব মানুষেরা টাকা পেলেই আমাদের উপহার পাওয়া হবে।” রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্লাব কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

You may also like