Home Bengal পর্যটন কেন্দ্রের নিরিখে এবার ভারত সেরার স্বীকৃতি পেল বাংলার কিরীটেশ্বরী

পর্যটন কেন্দ্রের নিরিখে এবার ভারত সেরার স্বীকৃতি পেল বাংলার কিরীটেশ্বরী

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক : মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা ব্যানার্জি বাংলাকে ঢেলে সাজিয়েছেন। হয়েছে একের পর এক নানান উন্নয়ন, সঙ্গে গড়ে উঠেছে নানান পর্যটন কেন্দ্র। আর এবার এই পর্যটনে দিক থেকে আরও এক নয়া পালক। পর্যটনের নিরিখে ভারতের সেরা গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম।

কেন্দ্রীয় পর্যটন দপ্তর থেকে এই গ্রামটিকে পর্যটনের জন্য সেরার সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটি বাংলার জন্য একটি বিশাল বড় স্বীকৃতি। আর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যবাসীকে তার এক্স হ্যান্ডেল থেকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, মুর্শিদাবাদের এই গ্রামটি সতী পীঠের ৫১ পীঠের অন্যতম একটি পীঠ হিসাবে পরিচিত। এখানে আছে কিরীটেশ্বরী দেবীর মন্দির। শুধু রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও এই স্থানে অনেক মানুষ আসেন পর্যটনের জন্য।

পশ্চিমবঙ্গের তীর্থকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গুলির মধ্যে এই কিরীটেশ্বরী গ্রাম গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষেই পরিচিত। সেরা পর্যটন গ্রামের ক্য়াটেগরিতে ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭৯৫টি গ্রাম সেরার স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করেছিল তার মধ্যে এই গ্রামের স্বীকৃতি অর্জন রাজ্যবাসীর জন্য খুবই গর্বের।আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে কেন্দ্রের তরফে সেরা পর্যটন গ্রামের পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের কাছে।

You may also like