Home Bengal ছট পুজো তে জ্বলবে না বেশি আলো, এই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

ছট পুজো তে জ্বলবে না বেশি আলো, এই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: কলকাতা পুরসভা অনর্থক খরচ বাঁচাতে বদ্ধপরিকর। ছটপুজোর আলোর খরচ ৩৫ লক্ষের মধ্যে বাঁধতে চাইছে তারা।গত বছর আলো বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছিল কলকাতা পুরসভার।এমনটাই জানা গিয়েছে পুরসভা সূত্রে।

পুরসভা আপাতত দু’টো দিকে বিশেষ নজর দিচ্ছে খরচ বাঁচাতে।২০২২ এ বড় ঘাটপিছু ৫০ হাজার টাকার আলো লাগানো হয়েছিল। এবার সেখানে ৩৫ হাজার থেকে বড় জোর চল্লিশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ আলোর বন্দোবস্ত করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। দ্বিতীয়ত, দফতর সিদ্ধান্ত নিয়েছে ছট পুজোর আলো চারদিনের বেশি না রাখার।

ছট পুজো ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর। মেয়র পারিষদ (আলো) সন্দীপ রঞ্জন বক্সি জানিয়েছেন, পুজোর দিনগুলোয় আলো ঝলমলে থাকবে ঘাট। কিন্তু পুজোর পরে অযথা অতিরিক্ত আলো লাগিয়ে খরচ করার দিকে হাঁটবে না পুরসভা। ২০ নভেম্বর ছট পুজো মিটে গেলে দ্রুত অতিরিক্ত আলো খুলে ফেলবে পুরসভা। সূত্রের খবর, গত বছর টানা দশদিন ঘাটে ঘাটে জ্বলেছিল ছট পুজোর আলো। যার জেরে পুরসভার অতিরিক্ত খরচ হয়েছে।

পুরসভার হাতে কলকাতা পুলিশের তরফ থেকে ১৮ টি জায়গার তালিকা তুলে দেওয়া হয়েছে। এগুলোয় আলোর বন্দোবস্ত করতে হবে। যার মধ্যে নর্থ ডিভিশন ডিসি অফিস ছাড়াও রয়েছে বিএনআর ঘাট, সুরিনাম ঘাট, হুগলি জুটমিল ঘাট, খিদিরপুরের সামনে আদি গঙ্গা ঘাট, তক্তা ঘাট, বাগবাজার ঘাট, বাবু ঘাট, কুমারটুলি ঘাট, মায়ের ঘাট বাজে কদমতলা ঘাট, গোয়ালিয়র ঘাট, দইঘাট, নিমতলা ঘাট, বিচালি ঘাট।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved