Home Bengal মমতার অসুস্থতা নিয়ে শুভেন্দুর কটাক্ষের কড়া জবাব দিলেন কুণাল

মমতার অসুস্থতা নিয়ে শুভেন্দুর কটাক্ষের কড়া জবাব দিলেন কুণাল

by Sibapriya Dasgupta
56 views

মহানগর ডেস্ক : পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় আঘাত পেয়েছেন, রক্তপাত হয়েছে, সেলাই লেগেছে কপাল ও নাকে। এই নিয়ে শুক্রবার কটাক্ষ করে শুভেন্দু অধিকারী খেজুরিতে বলেছেন, “ওনার প্রেসারে বেড়ে গেছে, এরকম আরো হবে।” শুভেন্দুর এই মন্তব্যকে তীব্র লোটাক্স করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, “দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অসুস্থতার কারণে পরে গিয়েছেন। আঘাত পেয়েছেন। যে কোনও প্রবীণ মানুষের এরোকোন হতেই পারে। শুভেন্দু অধিকারীর কোনও আত্মীয়ের হতে পারে। তা নিয়ে শুভেন্দু যে ভাবে তাঁর রাজনৈতিক জন্মদাত্রীকে কটাক্ষ করছেন সেটা অত্যন্ত কুরুচিকর। শুভেন্দু জনকে দেশের ও বিশ্বের সবচেয়ে বড় নেতা বলেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্গ্য কামনা করেছেন। সব রাজনৈতিক দলের নেতানেত্রীরা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেখানে শুভেন্দু অধিকারীর এই জাতীয় কথা, ওনার প্রেসারে বেড়ে গেছে বলে কটাক্ষ নিম্নরুচির কাজ।”

এর পর কুণাল শুভেন্দুর রাজনীতি ও তাঁর পরিবারকে টেনে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর রাজনৈতিক জন্মদাত্রী। শুভেন্দুর বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন। শুভেন্দুর মন্ত্রী, সাংসদ, সমস্ত সরকারি পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এবং তৃণমূল কর্মীদের শ্রম ও রক্তের বিনিময়ে হয়েছে। তিনি এখন সব ভুলে গেছেন।”

শুভেন্দুর এই কটাক্ষের জবাব দিতে ১২ ঘণ্টার নোটিশে তৃণমূল খেজুরিতে আজই প্রতিবাদ সভা করছে। কুণাল ঘোষকে সেই সভায় যাওয়ার নির্দেশ দল দিয়েছে বলে কুণাল জানিয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved