Home Bengal পয়লা বৈশাখ থেকে উত্তরবঙ্গে প্রচারে নামছেন “মহাগুরু”

পয়লা বৈশাখ থেকে উত্তরবঙ্গে প্রচারে নামছেন “মহাগুরু”

by Mahanagar Desk
29 views

মহানগর ডেস্ক : ভোট হবে আর “মহাগুরু” প্রচারে নামবেন না তা কি হয়? তাই আগামী পয়লা বৈশাখ থেকেই মিঠুন চক্রবর্তী উত্তরবঙ্গে বিজেপির হয়ে ভোট প্রচারে নামছেন।

লায় ভোট পর্বের শুরুতেই উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ আগামী ১৯ এপ্রিল। আর পয়লা বৈশাখ থেকেই ভোট প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী। পয়লায় বৈশাখ রবিবার মিঠুনের প্রচার আলিপুরদুয়ারে, দোসরা বৈশাখ সোমবার জলপাইগুড়িতে এবং তেসরা বৈশাখ মঙ্গলবার কোচবিহারে। প্রতি দিনই একটি করে রোড-শো এবং একটি করে সভা করবেন “মহাগুরু”।

আমরা দেখেছি গত ২০২১ সালে নবান্ন দখলের লড়াই জমে ওঠার মধ্যেই অভিনেতা তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ব্রিগেড ময়দানে নরেন্দ্র মোদীর সভামঞ্চে ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো টুপি আর কালো চশমায় মিঠুনকে দেখা গিয়েছিল সেদিন। সে দিনই তিনি তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় সংলাপ উপস্থাপিত করেছিলেন রাজনৈতিক মঞ্চে। “মহাগুরু” বলেছিলেন, ‘‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।’’

সেই সময় বিজেপিতে যোগ দেওয়ার পরে রাজ্য বিজেপি হেলিকপ্টারে করে মিঠুনকে রাজ্যের এ মাথা থেকে ও মাথা প্রচারে নিয়ে গিয়েছিল। আর সর্বত্রই সিনেমার ডায়লগ আর রাজনীতির স্লোগান মিলিয়ে নিজেকে “জাত গোখরো” বলে দাবি সেবার করেছিলেন মিঠুন। তিনি সেই সেই সময় সভা মঞ্চে বলেছিলেন, ‘‘আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। এ বার কিন্তু এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন। আমার কথায় বিশ্বাস রাখবেন। দাদা কোনও দিন মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। আমি সব সময় পাশে থাকব।’’ কোথাও আবার “এমএলএ ফাটাকেষ্ট” ছবির সংলাপ শুনিয়েছিলেন, ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’’ গোটা ২০২১ এ রাজ্যে “জাত গোখরো” হিসাবে মিঠুন “ফোঁস” করলেও শাসক তৃণমূলকে “ছবি”তে পরিণত করতে পারেননি মহাগুরু।

আসলে সিনেমার ডায়লগ যতটা রুপোলী পর্দায় মানুষের মনে ঝড় তোলে ভোটের ময়দানে সেটা হয় না। এবার দেখার ২০২৪-এর লোকসভা নির্বাচনে মিঠুন “গোখরো” হয়ে রাজ্যের ৪২টি আসনে তৃণমূলকে “হেলেসাপ”-এ পরিণত করতে পারেন কি না!

২০২৪-এর লোকসভা নির্বাচনে মিঠুনকে বাংলা এবং ত্রিপুরার তারকা প্রচারকের তালিকায় বিজেপি রাখলেও চিন্তা ছিল “মহাগুরু”-র স্বাস্থ্য নিয়ে। এর অন্যতম কারণ গত ফেব্রুয়ারি মাসেই কলকাতায় সিনেমার শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। তারপর কয়েকটা দিন হাসপাতালেও থাকতে হয়। হাসপাতালে থাকাকালীন রাজ্য বিজেপি নেতারা দেখতে তো যানই, তাঁকে ফোন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এখনও পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর তাতে রবিবার মিঠুন আলিপুরদুয়ারের জয়গাঁওতে রোড-শো করবেন। পরে সভা করবেন জটেশ্বরে। পরের দিন সোমবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে রোড-শো এবং জলপাইগুড়ি শহরে সভা। এই দফার প্রচারের শেষ দিন মঙ্গলবার “মহাগুরু” কোচবিহারের পুণ্ডিবাড়িতে রোড-শো করবেন। বিকেলে সভা ঘোকসাডাঙায়। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আগামী ২০ এপ্রিল মিঠুনের বালুরঘাটে যাওয়ার কথা এখনও পর্যন্ত নির্ধারিত আছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved