Home Bengal ব্রিগেডে মমতা-অভিষেক, সন্দেশখালিতে শুভেন্দু! জোর টক্কর

ব্রিগেডে মমতা-অভিষেক, সন্দেশখালিতে শুভেন্দু! জোর টক্কর

প্রতিবারের মতো এবারেও বিরোধীদের সভার অনুমতি মেলেনি।

by Pallabi Sanyal
22 views

মহানগর ডেস্ক : ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’, এই স্লোগান তুলে ব্রিগেডে আজ তৃণমূলের মেগা সমবেশ। পাল্টা কম যায় না বিরোধীরাও। রবিবার সন্দেশখালিতে প্রথম জনসভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে তোপ দেগেছেন বিরোধীরা। এবার প্রথম সভা বিজেপির। বার বার ১৪৪ ধারা জারি রয়েছে কারণ দেখিয়ে গ্রেফতার করা হয়েছে বিজেপির একের পর এক নেতা নেত্রীকে। সন্দেশখালি যেতে বাধা সৃষ্টি করা হয়েছে। আর সেই সন্দেশখালিতেই এমনদিনে সভা করছে বিজেপি যেদিন তৃণমূল লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। এমনকি, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেই শাসক দলের এই সমাবেশ। আর এমন দিনে পাল্টা জবাব দিতে তৈরি বিজেপিও।

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারেও বিরোধীদের সভার অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত হাইকোর্টের শর্ত ও অনুমতি নিয়ে তবেই হচ্ছে সভা। প্রশাসনের দায়ের করা ১৪৪ ধারাকে কার্যত খারিজ করেই শুভেন্দুকে এদিন সভা করতে অনুমতি দিয়েছে আদালত। আর শর্ত, বিজেপি নেতাকে সভা করতে হবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটার মধ্যে। এমনকী ওই সভা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা চলবে না।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মুখে সন্দেশখালির ঘটনা বাংলার জন্য খুব সুখকর নয়। এই ঘটনাকে হাতিয়ার করে প্রচারের কাজে লাগাচ্ছে বিরোধীরা। সিবিআই হেফাজতে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তৃণমূল দল থেকে শাহজাহানকে বহিষ্কার করলেও জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

You may also like