মহানগর ডেস্ক: সোমবার থেকে শুরু হতে চলেছে ২০২৪ গঙ্গাসাগর মেলা ৷ প্রতি বছরের মতো এই বছরও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে গঙ্গাসাগর প্রাঙ্গণ৷ ইতিমধ্যে মেলার নিরাপত্তা খতিয়ে দেখে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷ অগ্নি নির্বাপণ ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে ৷ তৈরি হয়েছে ১১টি অস্থায়ী ফায়ার স্টেশন ৷
সোমবার থেকে আগামী ১৭-ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গা সাগর মেলা৷ পূণ্যস্নানের জন্য পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ আগামী ১৪ ও ১৫-ই জানুয়ারি সব থেকে বেশি ভিড় হবার সম্ভবনা গঙ্গাসাগর মেলায়৷
গঙ্গাসাগর মেলা কে কেন্দ্র করে রঙিন আলোতে রেঙে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির। পূন্যার্থীদের যাতে নিরাপত্তা জনিত কোনো সমস্যা না হয় সে বিষয় সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। একাধিক বায়ো টয়েলেট বসানো হয়েছে, সাথে মহিলাদের পৃথক চেঞ্জিং রুমের ও ব্যবস্থা করা হয়েছে।
সোমবার গঙ্গাসাগর মেলায় যোগ দানের পাশাপাশি একাধিক কর্মসূচিও আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এদিন দুপুরে মেলার উদ্দেশ্যে অস্থায়ী হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে যাবেন ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে৷ মেলা প্রাঙ্গন ও কপিল মুনির আশ্রমও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই কপিল মুনি মন্দিরের মহন্ত জ্ঞানদাস মহারাজের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন ও পুজো দেবেন তিনি। এর পাশাপাশি গঙ্গাসাগর থেকেই একাধিক প্রকল্পের সূচনাও করেন বুলে সুত্রের খবর।এরপর আগামিকাল সকাল ৯টায় জয়নগরের প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জয়নগরের সভা থেকেও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।