HomeBengalজ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করতেই ইডির বিরুদ্ধে FIR-দায়ের করার হুঁশিয়ারি মমতার

জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করতেই ইডির বিরুদ্ধে FIR-দায়ের করার হুঁশিয়ারি মমতার

- Advertisement -

মহানগর ডেস্ক: শুক্রবার দুপুরটা রাজ্যবাসীদের কাছে ছিল দুঃস্বপ্নের দিন। আজ দুপুরেই গ্রেফতার হলেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর যখন ইডির দ্বারা জেরা করা চলছিল তাঁকে, তখনই জরুরি সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জ্যোতিপ্রিয় বাবুর সুগার রয়েছে, ও মরে গেলে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে তিনি এফআইআর করবেন। তবে শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু ব্যাঙ্কশাল কোর্টে যাওয়া পর্যন্ত আপাতদৃষ্টিতে সুস্থ ছিলেন। বিচারক তাঁকে শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলেছিলেন, তাঁকে রোজ ১ লক্ষ ডোজের ইনসুলিন নিতে হয়। গতকাল নিতে পারেননি বলে পা ফুলে গিয়েছে তাঁর।

তবে জ্যোতিপ্রিয় এও জানান, ইডি তাঁর উপর কোনও শারীরিক বা মানসিক অত্যাচার করেনি। ভাল ব্যবহারই করেছে। এরপর বিচারক ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তাঁকে, তার পরেই তিনি অসুস্থ হয়ে বসে পড়েন। এদিন এজলাসে কাঠগড়ার সামনেই দাঁড়িয়ে ছিলেন ধৃত মন্ত্রী। এরপর দু’পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর বিচারক জ্যোতিপ্রিয় মল্লিককে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর ধৃত মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁর মাথায় জল ঢেলে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী।

এরপরই মন্ত্রীকে বিচারকের এসি ঘরে নিয়ে গিয়ে যাওয়া হয় এর পর নতুন করে ইডি ও বালুর আইনজীবীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে হলে ইডি ধৃত মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ততক্ষণ বিচারকের ঘরেই বসে রয়েছেন বালু। তাঁকে ঘিরে ছিলেন ইডির অফিসাররা। এরপর ধৃত মন্ত্রীকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আদালতকে মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছেন বিচারক।

Most Popular