Home Bengal মোদী সরকারের মাস্টার স্ট্রোক! বাড়ল ১০০ দিনের কাজের টাকা, খুশি নয় তৃণমূল

মোদী সরকারের মাস্টার স্ট্রোক! বাড়ল ১০০ দিনের কাজের টাকা, খুশি নয় তৃণমূল

যদিও মোদী সরকারের মাস্টার স্ট্রোকে খুশি নয় তৃণমূল।

by Pallabi Sanyal
47 views

মহানগর ডেস্ক : দীর্ঘদিন ধরে বঞ্চনার দাবিতে সুর চড়চ্ছে তৃণমূল। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে একাধিকবার পথে নেমেও বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসক দল। নির্বাচনের মুখে বৃদ্ধি পেল ১০০ দিনের কাজের মজুরি। যদিও মোদী সরকারের মাস্টার স্ট্রোকে খুশি নয় তৃণমূল। ফের শুরু প্রতিবাদ। কেন্দ্রের বিজ্ঞপ্তি নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতারা। কেন্দ্রের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই একটি টুইট করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। তিনি লিখেছেন, ‘লজ্জাজনক, মনরেগাতে যে সংশোধিত পারিশ্রমিক ঘোষণা করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের শ্রমদাতাদের পারিশ্রমিক মাত্র ৫ শতাংশ বাড়ানো হয়েছে।’ বিহারে এই বৃদ্ধির হার ৭.৪ শতাংশ, অন্ধ্রপ্রদেশে ১০.৯ শতাংশ, গুজরাটে ৯. ৩ শতাংশ, মধ্য প্রদেশে ৯.৯ শতাংশ, ছত্তিশগড়ে ৯.৯ শতাংশ-এই পরিসংখ্যানগুলিও তুলে ধরেন তিনি। শুধু সাকেত গোখলে নয়, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুখেন্দু শেখর রায়ও।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজে শ্রমিকদের সংশোধিত মজুরির হার প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে দেশের সমস্ত জায়গাতে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় থাকা শ্রমিকদের মজুরি আগের থেকে বৃদ্ধি করা হয়েছে।এই সংশোধিত তালিকা অনুযায়ী, ১০০ দিনের কাজে দেশের মধ্যে সর্বোচ্চ মজুরি দেওয়া হবে হরিয়ানাতে। টাকার অঙ্কটা ৩৭৪ দৈনিক। অন্যদিকে, সর্বনিম্ন মজুরি পাচ্ছে নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। তা দৈনিক ২৩৪ টাকা।পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পে দৈনিক মজুরি করা হচ্ছে ২৫০ টাকা। জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে তা কার্যকর করা হতে চলেছে। বাংলায় ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি পেয়েছে মাাত্র ৫ শতাংশ! এ নিয়েই ক্ষোভের শুরু নতুন শুরু।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে ১০০ দিনের কাজের মজুরি ধার্য করা হয়েছে ৩০০ টাকা, অরুণাচলে ২৩৪ টাকা, অসমে ২৪৯ টাকা, বিহারে ২৪৫ টাকা, ছত্তিশগড়ে ২৪৩ টাকা, গোয়ায় ৩৫৬ টাকা, জম্মু কাশ্মীরে ২৫৯ টাকা, লাদাখে ২৫৯ টাকা, ঝাড়খণ্ডে ২৪৫ টাকা, কর্ণাটকে ৩৪৯ টাকা, কেরালায় ৩৪৬ টাকা, মধ্যপ্রদেশে ২৪৩ টাকা, মহারাষ্ট্রে ২৯৭ টাকা, মণিপুরে ২৭২ টাকা, মেঘালয়ে ২৫৪ টাকা, মিজোরামে ২৬৬ টাকা, ওড়িশায় ২৫৪ টাকা, পঞ্জাবে ৩২২ টাকা, রাজস্থানে ২৬৬ টাকা, উত্তর প্রদেশে ২৩৭ টাকা, উত্তরাখণ্ডে ২৩৭ টাকা দৈনিক।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved