Home Bengal ভারতে প্রথম, নারী দিবসে নজির গড়ল বাংলা , বড় ঘোষণা মমতার সরকারের

ভারতে প্রথম, নারী দিবসে নজির গড়ল বাংলা , বড় ঘোষণা মমতার সরকারের

by Arpita Mukherjee
82 views

মহানগর ডেস্ক:  আজ শিবরাত্রি এবার একিই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস। এবার এই নারী দিবস উপলক্ষ্যকে কেন্দ্র করেই বড়ো ঘোষণা করল রাজ্যের বিদ্যুৎ দফতর। শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহিলাদের স্বার্থে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল। এদিন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার দু’টি সাবস্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত বলে ঘোষণা করেন।

এই বিশেষ ঘোষণা প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেছেন , “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন অন্তত কয়েকটা সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত করা হোক। আজকের বিশেষ দিনে নিউটাউনে এবং এখানে দু’টো সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত করছি। যদি আমার এখানে ৮০ জন কর্মী থাকেন ৮০ জনই মহিলা। নিরাপত্তা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সবটাই মহিলা পরিচালিত হবে। ভারতবর্ষে এটা প্রথম। ভারতে এর আগে কোথাও কখনও মহিলা পরিচালিত সাবস্টেশন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এ পথ দেখালেন। আমার বিশ্বাস আগামিদিনে দেশ এটা করবে।”

মহিলা পরিচালিত সাবস্টেশনগুলি হল- সল্টলেকের ১৩২ কেভি জিআই সাবস্টেশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলিটা গার্ডেন ভিস্তা ৩৩ কেভি সাবস্টেশন যেটি রাজারহাটে অবস্থিত। এই দুটি সাবস্টেশনকে সম্পূর্ণ মহিলাদের অধীনে দেওয়ায় সার্বিকভাবেই আনন্দিত হয়েছেন সেখানে কর্মরত অনেক মহিলা।  জানা যাচ্ছে গোটা দেশের মধ্যে এটাই প্রথম যেখানে দুটি সাবস্টেশন সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে। শুধু তাই নয়  সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত করা হবে  পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার যে কাস্টমার কেয়ারগুলিকেও । এমনটাই জানিয়েছেন  বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।  সল্টলেকের যে সাবস্টেশনে ২৬ জন এবং রাজারহাটে  ৮ জন  কর্মী রয়েছেন বলেই জানা গিয়েছে দফতর  সূত্রে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved