Home Bengal বিধায়ক থেকে সাংসদ প্রার্থী! জুনের প্রমোশনে শুভেচ্ছাবার্তা দিলীপের

বিধায়ক থেকে সাংসদ প্রার্থী! জুনের প্রমোশনে শুভেচ্ছাবার্তা দিলীপের

নিজের গড়ে তৃণমূলের সাংসদ প্রার্থীকে শুভচ্ছা জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

by Pallabi Sanyal
39 views

মহানগর ডেস্ক : রবিবার জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেই তালিকায় রয়েছেন যেমন অভিনেতা দেব, তেমনই রয়েছেন, সায়নী, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীরাও। মেদিনীপুরে তৃণমূল লোকসভার প্রার্থী করেছে জুন মালিয়াকে। অন্যদিকে, মেদিনীপুর থেকে গতবারে জয়ী হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। এবারে বিজেপি উক্ত কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করলেও তৃণমূল প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেত্রীকে। নিজের গড়ে তৃণমূলের সাংসদ প্রার্থীকে শুভচ্ছা জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার জুনের প্রার্থী হওয়া নিয়ে একদিকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ, অন্যদিকে করেছেন কটাক্ষও। বলেছেন, ‘জুন মালিয়াকে শুভেচ্ছা রইল। পার্টি ওঁকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক নেতাকে দেখেছে। অনেক বড় বড় নেতা মেদিনীপুরে দাঁড়িয়েছিলেন। তাঁরা গোটা ভারতবর্ষের মুখ। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে মানুষ ভোট দেবেন। এখানে অনেক উন্নয়ন মানুষ দেখেছে। ‘ তিনি আরও বলেন, ‘৩০৪ কোটি টাকা দিয়ে কাঁচাই ব্রিজ হবে। রেল পরিষেবা উন্নত করা হচ্ছে। মানুষ অনেক উন্নয়ন দেখেছে। রেলের মাধ্যমে খড়্গপুরের উন্নয়নে মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। সুন্দর মুখ দেখে মানুষ আর ভোট দেবে না।’

এদিকে মেদিনীপুরে দিলীপ ঘোষের পরই ভরসা রাখবে বিজেপি নাকি অন্য কোনো মুখ উঠে আসবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। দিল্লিতে এই প্রসঙ্গে আলোচনা চলছে বলে জানান দিলীপ। এবারেও যদি তাকে প্রার্থী করা হয় তবে তার প্রতিদ্বন্দ্বী হবে জুন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved