Home Bengal গণশক্তির ফ্রন্ট পেজ জুড়ে মোদী! বামেদের স্ট্র্যাটেজি ফাঁস কুণালের

গণশক্তির ফ্রন্ট পেজ জুড়ে মোদী! বামেদের স্ট্র্যাটেজি ফাঁস কুণালের

লোকসভা ভোটের আগে বামেদের মুখপত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিজ্ঞাপন দেখে হতচকিত অনেকেই।

by Pallabi Sanyal
209 views

মহানগর ডেস্ক : গণশত্রুর কাছে আত্মসমর্পণ গণশক্তির! সিপিআইএমের মুথপত্রের ফ্রন্ট পেজ জুড়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পাতা জুড়ে উল্লেখ রয়েছে মোদী গ্যারান্টির। লোকসভা ভোটের আগে বামেদের মুখপত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিজ্ঞাপন দেখে হতচকিত অনেকেই।

এবার গণশক্তির সেই পেজের ছবি পোস্ট করে বামেদের স্ট্র্যাটেজি ফাঁস করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বামেদের কমরেড সম্বোধন করে, তার সোজা প্রশ্ন, ”এটা কী? টাকা নিয়ে বিজেপির প্রচার? টাকার জন্য আপনারা আপনাদের পার্টির কাগজের প্রথম পাতাটাও বিজেপির কাছে বিক্রি করে দিলেন? গণশত্রুর কাছে আত্মসমর্পণ গণশক্তির????”

তবে বামেদের কটাক্ষ করেই খান্ত থাকেননি কুণাল। প্রকৃত অর্থে গণ-শক্তর অর্থ বুঝিয়ে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের যে লড়াই, কুণালের মতে সেটাই হল আসল গণ-শক্তি। শেষে কুণাল এও লিখেছেন, ”প্রমাণ হল, সিপিএম বিজেপির বি টিম, প্রচারক।”

You may also like