Home Bengal আগামী ৪ এবং ৭ এপ্রিল কোচবিহার ও বালুরঘাটে সভা করবেন মোদী

আগামী ৪ এবং ৭ এপ্রিল কোচবিহার ও বালুরঘাটে সভা করবেন মোদী

by Sibapriya Dasgupta
50 views

মহানগর ডেস্ক : গত ২০১৯-এর লোকসভা এবং ২০২১ -এর বিধানসভা নির্বাচনে বাংলায় প্রায় রোজই প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯-এর লোকসভা ভোটের পর ২০২৪-এর লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে। আগামী ৪ এপ্রিল কোচবিহারে এবং ৭ এপ্রিল জলপাইগুড়ি ও বালুরঘাটে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাটে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থী। যা শুনে খুব স্বাভাবিক ভাবেই তৃণমূল প্রতিক্রিয়া বলছে, আবার বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করলেন প্রধানমন্ত্রী, তবে তাতে কাজ হবে না।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ এপ্রিল কোচবিহারে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহার রাসলীলা ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবর ছড়িয়ে পড়তেই কোচবিহারের বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ যথেষ্ট বেড়ে গিয়েছে। কোচবিহারের পর উত্তরমঙ্গের রায়গঞ্জ,বালুরঘাট,মালদহে সভা করবেন প্রধানমন্ত্রী। বালুরঘাটের সভা রয়েছে ৭ এপ্রিল।

বিজেপি সূত্রে এখনও পর্যন্ত  যা জানা গিয়েছে তাতে উত্তরবঙ্গে পাঁচটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দক্ষিণবঙ্গে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিতে তাঁর জনসভা করার কথা। দক্ষিণ ২৪ পরগনায় একটি সভা করতে পারেন মোদী। কলকাতায় শহিদ মিনার ময়দানে মোদী অথবা অমিত শাহকে দিয়ে জনসভা করাবার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। এছাড়া অমিত শাহ জনসভা করবেন দার্জিলিং, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতায়। জলপাইগুড়ি, বহরমপুর, বারাকপুর, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম-সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে সভা করবেন জে পি নাড্ডা। উত্তরপ্রদেশের মুখ‌্যমন্ত্রী যোগী আদিত‌্যনাথ, অসমের মুখ‌্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ‌্যমন্ত্রী মানিক সাহাও বাংলায় প্রচারে আসবেন বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবারও বাংলায় ভোট প্রচারে আসবেন স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নকভির মতো বিজেপি নেতানেত্রীরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved