Home Bengal ভোটের আগে অভিনব কায়দায় কলকাতায় টাকা পাচার, বড়সড় সাফল্য পুলিশের

ভোটের আগে অভিনব কায়দায় কলকাতায় টাকা পাচার, বড়সড় সাফল্য পুলিশের

ভুয়ো কল সেন্টার খুলে পরিষেবা দেওয়ার নাম করে আমেরিকার নাগরিকদের থেকে হাতানো হতো টাকা।

by Pallabi Sanyal
59 views

মহানগর ডেস্ক : জালিয়াতি-প্রতারণার ঘটনা যেন দিন দিন বাড়ছে। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর ভোটে মুখে এবার অভিনব কায়দায় টাকা পাচারের ঘটনা ঘটল কলকাতায়। জালিয়াতিতে হাতানো টাকা ক্রিপ্টোকারেন্সিতে বদলে তারপর তা পাচার করা হচ্ছে। যদিও মূল পান্ডাকে ধরতে সফল পুলিশ।প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ডলার আমেরিকা থেকে টাকায় বদলে কলকাতায় নিয়ে আসার মূল কারিগর মহম্মদ তারিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

প্রসঙ্গত, ভুয়ো কল সেন্টার খুলে পরিষেবা দেওয়ার নাম করে আমেরিকার নাগরিকদের থেকে হাতানো হতো টাকা।ক্রিপ্টোকারেন্সিতে বদলে ওই টাকা নিয়ে আসা হত ভারতে। কলকাতায় বসে দেশ-বিদেশের বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে তারিক ওই কাজ করতেন বলে অভিযোগ।তারিকের বিরুদ্ধে আরও অভিযোগ, টাকা কলকাতায় পৌঁছনোর পরে তা সংগ্রহ করে চক্রের বিভিন্ন সদস্যদের মধ্যে ভাগ করে দিতেন তিনি। তার বদলে কমিশন পেতেন।

উল্লেখ্য, সাইবার ক্রাইমের ভুর ভুরি অভিযোগ প্রতিদিন জমা পড়ছে সাইবার ক্রাইম থানাগুলোতে। সম্প্রতি কসবা এবং কড়েয়ায় অভিযান চালিয়ে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছেন গুন্ডা দমন শাখার গোয়েন্দারা। তাঁদের জেরা করে উঠে আসে তারিকের নাম। এর পরেই তিলজলার বাসিন্দা ওই ব্যক্তিকে শনিবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে, আমেরিকা থেকে প্রতারণার টাকা প্রথমে নিয়ে আসা হত দুবাইয়ের একটি অ্যাকাউন্টে। দুবাইয়ে ওই ডলার বিভিন্ন ই-ওয়ালেটে রাখা হত। এর পরে তা বদলে ফেলা হত ক্রিপ্টোকারেন্সিতে। তার পরে তা ফের টাকায় পরিবর্তিত করে তা পাঠানো হত দিল্লির বিভিন্ন অ্যাকাউন্টে। দিল্লির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে হাওয়ালার মাধ্যমে পাঠানো হত কলকাতায়। গোটা ঘটনার নেপথ্যে রয়এছে একটি বড়সড় চক্র। ক্রের সদস্যেরা রয়েছেন দুবাইয়ে, দিল্লিতেও। কিন্তু কলকাতায় বসে পুরো বিষয়টি তারিক পরিচালনা করতেন। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টও তিনিই নিয়ন্ত্রণ করতেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved