Home Bengal আরো বাহিনী বঙ্গে! লক্ষ্য অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন

আরো বাহিনী বঙ্গে! লক্ষ্য অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন

১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

by Pallabi Sanyal
17 views

মহানগর ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, প্রতি নির্বাচনেই ব্যাপক হিংসার সাক্ষী থেকেছে বাংলা। লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটেও জারি অশান্তি। জেলাগুলি থেকে রক্তারক্তির খবর পাওয়া যাচ্ছে। এদিকে, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নজিরবিহীনভাবে বাংলায় এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরো ২৭ কোম্পানি বাহিনী আসছে বলে খবর কমিশন সূত্রে।নির্বাচন কমিশন সূত্রে খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনে কোনওরকম অশান্তি যাতে না হয় তাই নিরাপত্তা নিশ্চিত করতে কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেটা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গে।

বাংলায় প্রথম দফায় তিনটি আসনের নির্বাচনের জন্য ২২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবেন তিনজন পর্যবেক্ষক বলে সূত্রের খবর। ১ এপ্রিল যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের মধ্যে রয়েছে ১৫ কোম্পানি সিআরপিএফ, পাঁচ কোম্পানি বিএসএফ এবং সাত কোম্পানি সিআইএসএফ।

উল্লেখ্য,আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।অন্যদিকে এই লোকসভা নির্বাচনের জন্য নজিরবিহীনভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved