মহানগর ডেস্ক: ঘটে গেলো আরোও এক অবাক করে দেওয়ার মতো ঘটনা। হাওড়া স্টেশনেই ভূমিষ্ঠ হল সন্তান। অস্থায়ী লেবার রুম স্টেশন চত্বরেই তৈরি করা হল। এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মহিলা। মা ও মেয়ে এই মুহূর্তে হাওড়া জেনারেল হাসপাতালে ভরতি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’জনই সুস্থ আছেন।
পূর্ব রেলের আরপিএফ আইজি এ বিষয়ে বলেন, “আরপিএফে ‘মাতৃশক্তি’বাহিনী রয়েছে। আছে তৎপরতা। মহিলা আরপিএফের এই বাহিনী স্টেশন ও ট্রেনে সন্তান প্রসবে সহযোগিতা করেছে অসংখ্যবার।” সূত্রের খবর,বেঙ্গালুরুর ট্রেনের জন্য হাওড়া নিউ কমপ্লেক্সের সাউথ কনকর্সে শুক্রবার সকালে অপেক্ষা করছিলেন সুপ্রিয়া করণ নামের এক অন্তঃসত্ত্বা মহিলা। স্টেশনেই সকাল ছ’টা নাগাদ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। তৎক্ষণাৎ স্টেশন ম্যানেজারকে খবর দেওয়া হয়। তিনি বিষয়টি জানান আরপিএফকে। এরপর স্টেশনেই রেলের বেডরোল দিয়ে তৈরি করা হয় অস্থায়ী লেবার রুম। আরপিএফের মহিলা কনস্টেবল তমা মণ্ডল ও জে কিণ্ডোর সহযোগিতায় সুপ্রিয়া নির্বিঘ্নে কন্যাসন্তানের জন্ম দেন।
এরপরই হাওড়া জেনারেল হাসপাতালে ভরতি করা হয় মা ও মেয়েকে আরপিএফের তৎপরতায়। সুপ্রিয়া করণ পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানার মহম্মদপুরের বাসিন্দা । তাঁর স্বামী আকাশ করণ জানিয়েছেন, “দুরন্ত এক্সপ্রেস ধরে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু স্টেশনেই যে সন্তান প্রসব হয়ে যাবে এটা বুঝতে পারিনি।”