Home Bengal দুর্ঘটনা! চলতে চলতে মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একাধিক বগি, তারপর?

দুর্ঘটনা! চলতে চলতে মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একাধিক বগি, তারপর?

আজিমগঞ্জ - ফরাক্কা শাখায় বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয় ট্রেন চলাচল।

by Pallabi Sanyal
33 views

মহানগর ডেস্ক : মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হল একের পর এক বগি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর এবং নিমতিতা স্টেশনের মধ্যবর্তী নতুন জালাদিপুর এলাকায়। শনিবার দুপুরে ঘটা এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। তারপরেই দ্রুত বিচ্ছিন্ন বগিগুলিকে সংযুক্ত করা হয় মালগাড়ির সঙ্গে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। এদিকে এই ঘটনায় আজিমগঞ্জ – ফরাক্কা শাখায় বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয় ট্রেন চলাচল।

রেল সূত্রে খবর, এদিন দুপুরে ৩৪টি বগি সমেত মালগাড়িটি ফরাক্কা থেকে আসছিল। জলাদিপুর এলাকায় হঠাৎ মালগাড়ির পিছনের বেশ কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে গার্ড চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন। কিছু দূর গিয়ে চালক মালগাড়ির আপতকালীন ব্রেক কষে সেটিকে থামান। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। চালককে গাড়িটি পিছিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। ঘটনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই দাবি স্থানীয়দের।

উল্লেখ্য, চলন্ত মালগাড়ির চালকহীন অবস্থায় ছুটে যাওয়া, কখনো বা বগি আলাদা হওয়ার মতো ঘটনা বারে বারে সামনে এসেছে। বড়সড় দুর্ঘটনা না ঘটায় রক্ষা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved