মহানগর ডেস্ক : ছুটির আবেদন করতে হবে অনলাইনে! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি অর্থ দফতরের। ছুটি সংক্রান্ত বিষয়ে আরো স্বচ্ছতা আনার জন্য আগামী এপ্রিল থেকে অনলাইনে আবেদন জানানো বাধ্যতামূলক করল রাজ্য অর্থ দফতর। ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে এইচআরএমএস পোর্টাল। আর এরপরেই রাজ্য সরকারি কর্মীরা এই পোর্টালের মাধ্যমে জমা দিতে পারেন ছুটির আবেদন।
প্রসঙ্গত, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সরকারী কর্মীরা ছুটির আবেদনে ভরসা করে অফলাইন মোডের ওপরই।। এবার অর্থ দফতরের তরফে অনলাইনে ছুটির আবেদনে জোর দেওয়ার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ করা হল। সংশ্লিষ্ট দফতরের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হল, এবার থেকে তাদের কর্মীরা শুধুমাত্র অনলাইনেই ছুটির আবেদন করতে পারবেন। অন্যান্য দফতরের ক্ষেত্রেও অনলাইনের পথেই হাঁটতে চলেছে রাজ্য।
জানা যাচ্ছে, অফলাইনে ছুটির আবেদন করলে হিসেব মেলাতে হচ্ছে সমস্যা। হচ্ছে। কোনও সরকারি কর্মী অবসরের সময় সবথেকে বেশি ৩০০ দিনের ছুটির বেতন হাতে পান। এই ছুটি তাঁর জমা থাকা বাধ্যতামূলক।অনলাইনে ছুটির আবেদন করলে বিষয়টি অনেকটাই সিস্টেমেটিক পদ্ধতিতে হয়ে থাকে। স্বচ্ছতাও অনেকটাই বেশি থাকে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে অনেক সময় ছুটির আবেদন সঠিক না থাকার কারণে অনেকেই বেশি অর্থ পেয়ে যাচ্ছেন। ফলে সার্বিকভাবে অনলাইনে আবেদনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।