মহানগর ডেস্ক: তারকাদের স্টাইল স্টেটমেন্ট নিয়ে বরাবরই চর্চা হয়ে আসছে নেট পাড়ায়। একটু ছক ভাঙ্গা সাজে সেলেবরা বাইরে এলেই মন্তব্য করতে ছাড়েন না অনুগামীরা। এই যেন এক অনলাইন অসুস্থতা। এতদিন হলিউডের মেটে গালা নিয়ে বেশ চর্চা হয়েছে। এবার চর্চার কেন্দ্রবিন্দুতে খোদ টলিউড। বেঙ্গল স্টাইল অ্যাওয়ার্ডের মঞ্চে ফ্যাশনেবল পোশাকে এসেছিলেন টলিউডের তারকারা। যে যার মত সাজে জুটি করে এসেছেন। কিন্তু সবার থেকে আলাদা নজর কেড়েছে কারা জানেন? টলিপাড়ার এই লাভ বার্ডসকে চরম হাসির খোরাক হতে হয়েছে। শেষ মেষ বস্তির ছেলের আখ্যা দেওয়া হল নীল ভট্টাচার্য্যকে। তৃণা কী করলেন? দেখুন।
নীল রঙের অফ শোল্ডার গ্লিটারি গাউন পরেছিলেন তৃণা। সঙ্গে নীল রঙের ফ্রিল ওড়না। টানটান করে বেঁধেছিলেন চুল। কানের দুল ঝোলা, যা দেখে কেউ কেউ দাবি করছেন তা নাকি মাথায় ম্যাসাজ করার নেটের জালি (Scalp Scratcher)। এই অবধি বেশ ঠিকঠাক। কারণ মহিলাদের সাজগোজ নিয়ে ধারনা অনেকেরই খুব একটা বেশি নয়। তবে তৃণার থেকেও বেশি ট্রোল হয়েছেন নীল। কেন জানেন? এদিন তাঁর গায়ে ছিল সাদা-কালো কো-অর্ড সেট। চুল জেল লাগিয়ে শেপ দেওয়া হয়েছিল। চোখে কালো ফ্রেমের, কালো গ্লাসের চশমা। ঠোঁটেও কমলা আভা। আর শার্টের বো ইয়াব্বড়। আর সেটা দেখেই নেটিজেনরাও পেয়েছেন চরম উদ্বেগ। এমন সুযোগ কেউ হাতছাড়া করেননি। বললেন বস্তির ছেলে পঁচা লাগছে নীলকে। এমনটাই এসেছে এই ছবির মন্তব্যে। দেখুন স্বামী-স্ত্রী জুটিকে-
একজন অনুগামী কমেন্টে লিখেছেন, ‘নীল কে দেখে বস্তি এর ছেলে পচা র কথা মনে পড়ে গেল’। শুধু এখানেই শেষ নয় ‘নীলকে পুরো কার্টুন এর সাথে তুলনা টানলেন। একজন বলে বসলেন, ‘নীল প্লিজ নিজেকে রণবীর সিং ভেবে বোসো না।’
তবে এসবের পাত্তা দেওয়ার পাবলিক নয় তারকা জুটি। ব্যস্ত যে যার নিজের কাজে। মুক্তির অপেক্ষায় তিলোত্তমা। সামনে বড় কাজ ব্যস্ত তারকা জুটি।