Home Bengal নিমতায় ব্যবসায়ী খুন, দেহ লোপাট করতে গিয়েই ফাঁস খুনের ষড়যন্ত্র

নিমতায় ব্যবসায়ী খুন, দেহ লোপাট করতে গিয়েই ফাঁস খুনের ষড়যন্ত্র

nimta murder a businessman from bhawanipore

by Mahanagar Desk
40 views

মহানগর ডেস্কঃ  নিমতায় এক ব্যবসায়ীকে খুন করে দেহ লোপাটের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে প্রথমে ঐ ব্যাক্তিকে মাথায় উইকেটের বাড়ি মেরে খুন করা হয়। তারপর তাঁর দেহ লোপাট করার জন্য জলের ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া হয়। এরপরেও শেষ নয়, সেই দেহ যেন কোনোভাবেই খুঁজে পাওয়া না যায় তার জন্য গোটা জলের ট্যাঙ্কটাই ইট দিয়ে গেঁথে ফেলার চেষ্টা চালায় ঘটনায় অভিযুক্ততরা। তবে শেষ রক্ষা আর হয়না। শেষমেষ এক প্রতিবেশীর তৎপরতায় অভিযুক্তদের সমস্ত জারিজুরি সামনে চলে আসে।

সূত্রের খবর ওই মৃত ব্যবসায়ীর নাম ভব্য লাখানি৷ বছর চুয়াল্লিশ বয়স৷ জন্মসূত্রে ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেন এর বাসিন্দা তিনি ৷ ব্যবসায়ীর পরিবার সূত্রের খবর, গত পরশু থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি। লাগাতার ফোন করে যোগাযোগের ব্যবস্থা করেও কোনও লাভ হয়নি পরিবারের। তখন কে জানত পরিবারের লোকটি ভবানীপুর এলাকার আশেপাশেই আর নেই। জানা যাচ্ছে তাঁকে দুদুইন আগেই কোন এক কারণে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নিমতায়। এরপরেই গত মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ পাশের বাড়ির ছাদে কয়েকজন সন্দেহভাজন ব্যাক্তিকে ট্যাঙ্কিতে ইট গাঁথতে দেখে সন্দেহ হয় ব্যাক্তির। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়ায় এই ভয়ঙ্কর খুনের ঘটনা সামনে আসে সকলের। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দুজনকে।

যেহেতু ভব্য লখানির বাড়ি বালিগঞ্জ থানার অন্ত্রর্ভক্ত সেই কারণে ঘটনাটির খবর দেওয়া বালিগঞ্জ থানায়। পুলিশ সূত্রের খবর ব্যবসায়ীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

You may also like