HomeBengalশাহজাহানের অগ্রিম গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই, সাফ জানাল আদালত

শাহজাহানের অগ্রিম গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই, সাফ জানাল আদালত

- Advertisement -

মহানগর ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত সেখ শাহাজাহান এখনও অধরা। রেশন দূর্নিতি কাণ্ডে সেখ সাহাজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের দিন থেকে শুরু হয় ব্যাপক শোরগোল। আর তার পর থেকেই সন্দেশখালি নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নারী নির্যাতন থেকে শুরু করে জমির জবর দখল, সমস্ত অভিযোগের তীর উঠে আসছে শাহাজাহানের বিরুদ্ধে।এর মাঝেই শাহাজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই বলেই সাফ জানিয়ে দেওয়া হল কোলকাতা হাইকোর্টের তরফ থেকে।

মানা কেবল সিটেই। সন্দেশখালি মামলায় শাহাজাহানকে যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। ফের ৪ মার্চ হবে এই মামলার শুনানি। শাহাজাহানকে খুঁজতে অপারক পুলিশ, তাই এবার মামলায় যুক্ত করে জোড়া সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার আদেশ প্রধান বিচারপতির। যাতে নিরুদ্দেশ যাপন থাকাকালীনও কেসে পার্টি হওয়ার খবর পান শাহাজাহান।এমনিই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, আজ অর্থাৎ, সোমবার বারাসাত জর্জ কোর্টে শেখ শাহজাহানের অগ্রিম জামিনের শুনানি তারিখ ছিল। তবে এই শুনানি আদেও হবে কিনা তা নিয়ে জল্পনা ছিলই। উল্লেখিত,আজ বারাসাত জেলা জজ আদালতে বার অ্যাসোসিয়েশনের দুই আইনজীবীর মৃত্যুর কারণে স্মরণসভা পালন করবে আদালতের অন্যান্য আইনজীবীরা। এদিন সমস্ত আইনি কাজকর্ম থেকে বিরত থাকবে আদালত। ফলে এসবের মধ্যে আদৌ শাহাজাহানের অগ্রিম জামিনের শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল আগেই।

Most Popular