Home Bengal বহিরাগত প্রার্থী! এবার বিরোধীদের মুখের ওপর জবাব দিল তৃণমূল

বহিরাগত প্রার্থী! এবার বিরোধীদের মুখের ওপর জবাব দিল তৃণমূল

বহিরাগত প্রার্থী নিয়ে ব্যাখ্যা দিল তৃণমূল।

by Pallabi Sanyal
36 views

মহানগর ডেস্ক : শত্র্র্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, কীর্তি আজাদের নাম কেন তৃণমূলের প্রার্থী তালিকায়? তারা বাংলার ভূমিপুত্র নন। বাংলা বোঝেন না। বলতেও পারেন না সেভাবে। শাসক দলের প্রার্থী তালিকা দেখার পর এমনই দাবি তুলেছে বিরোধীরা। সেই সঙ্গে সুর চড়িয়েছে বাংলা পক্ষও। এবার বহিরাগত প্রার্থী নিয়ে ব্যাখ্যা দিল তৃণমূল।

মূলত, কীর্তি আজাদের সমর্থনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় দুর্গাপুর স্টিল টাউনশিপের বিধান ভবন অডিটোরিয়ামে। বৈঠকে আসন্ন নির্বাচনে সক্রিয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী কীর্তি আজাদকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী করতে সহায়ক ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। ওই বৈঠকে নেতাকর্মীদের নিয়ে একটি কোর কমিটি গঠন করা হয়। বৈঠকের পর তৃণমূলের তরফে স্পষ্ট করা হয় যে, যাঁরা তাঁকে বহিরাগত বলে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন তাঁদের জানা উচিৎ যে একজন খেলোয়াড় কখনোই তার নিজের জন্য খেলে না। সে খেলে তাঁর দলের জন্য ঠিক তেমনি কীর্তি আজাদের দল হচ্ছে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ধারক ও রক্ষক তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য,শাসক থেকে বিরোধী, প্রার্থী তালিকা থেকে প্রচারে রয়েছে চমক। এবার দেখার ভোটের ফলাফল কী হয়। বিরোধীদের বিরোধিতা যেমন রয়েছে, তেমন চলছে পাল্টা জবাব দেওয়া। সেই সঙ্গে ঘোড়া কেনাবেচা তো রয়েইছে।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved