HomeBengalঅভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে তলব ইডির! নেপথ্যে কোন কারণ..

অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে তলব ইডির! নেপথ্যে কোন কারণ..

- Advertisement -

 

 

সব জল্পনা সত্যি করে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানকে সিজিও কমপ্লেক্সে হাজিরা নির্দেশ ইডির। সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তবে শুধুই অভিনেত্রী একা তা নয়, নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করেছে ইডি।

জানা গিয়েছে, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচার নামক একটি সংস্থায় টাকা দেন। ওই সংস্থা প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নিয়েছিল। তার পরিবর্তে তাঁদের এক হাজার বর্গফুটের একটি করে ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু প্রায় আট বছর কেটে গেছে। প্রতিশ্রুতি কেউ রাখেনি। অর্থাৎ তাঁরা না পেয়েছেন ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন নিজেদের টাকা। নুসরত ওই সংস্থারই ‘অন্যতম ডিরেক্টর’ ছিলেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

যদিও নুসরত জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি একটি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, ডিরেক্টর হয়ে কি নিজের সংস্থার থেকে কোনও ঋণ নেওয়া যায়? যদিও নুসরতের এই দাবি খারিজ করে দিয়েছেন রাকেশ সিং। তিনি বলেন, নুসরত এই সংস্থা থেকে কোনও ঋণ নেননি।

নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ। এদিকে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তিনি কোনও আর্থিক দুর্নীতিতে যুক্ত নন। নুসরতের দাবি রাকেশ সিং খারিজ করতেই ইডির দ্বারস্থ হন প্রতারিতরা। তারই প্রেক্ষিতে নুসরতকে ইডি তলব। এবার ইডির তলবে তিনি সহযোগিতা করেন কি না এখন সেটাই দেখার বিষয়।

 

Most Popular