HomeBengalনৈহাটিতে ব্যাগ নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দুষ্কৃতীর, ঝাঁপিয়ে জিনিস উদ্ধার করতে...

নৈহাটিতে ব্যাগ নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দুষ্কৃতীর, ঝাঁপিয়ে জিনিস উদ্ধার করতে আহত যাত্রী

- Advertisement -

মহানগর ডেস্ক: নৈহাটি স্টেশনে পুজোর ভিড়ে দুষ্কৃতী লুকিয়ে। আর এমন তাণ্ডব তারা ঘটাল যে তার জেরে যাত্রীও আহত হলেন।ডাউন পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠে যাত্রীর ব‌্যাগ নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালাল দুষ্কৃতী।যাত্রীও পিছন পিছন ঝাঁপ দেন সেই ব‌্যাগ উদ্ধার করতে।

চলন্ত ট্রেন থেকে যাত্রী পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন। বি-৬ কামরার ৭ নম্বর সিটের যাত্রী গোরক্ষপুরের বাসিন্দা নবীন জসওয়ালকে প্রথমে নৈহাটি স্বাস্থ‌্য কেন্দ্রে এবং পরে কল‌্যাণী জেএনএস হাসপাতালে ভর্তি করা হয়।পরে তাঁকেকলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর সহ-যাত্রী বিকাশকুমার গুপ্তা তদন্তকারী রেল পুলিশকে বলেন, “ব‌্যান্ডেল আসার পর যাত্রীদের নামার জন‌্য কোচের দরজাগুলি খুলে দেওয়া হয়। নৈহাটির ৬ নম্বর প্ল‌্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়ার পর কিছুটা এগোনোর পর নবীনের ব‌্যাগ নিয়ে এক দুষ্কৃতী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। পর পর ব‌্যাগ উদ্ধারের আশায় লাফ দেন নবীন। চলন্ত ট্রেন থেকে পড়ে ভয়ানক জখম হন নবীন।”

অতঃপর পুলিশ তাঁকে লাইনের ধার থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এক যাত্রী কয়েক মাস আগে একই দুষ্কৃতীর পিছনে লাফিয়ে নামতে গিয়ে একই রকমভাবে জখম হয়েছিলেন।নৈহাটি রেল পুলিশ এলাকায় একাধিক বার চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা, বলে অভিযোগ তোলা হয়েছে।রেল পুলিশের তরফে জানানো হয়েছে,পুরো বিষয়টি তারা খতিয়ে তদন্ত করছে।

Most Popular