Home Bengal রবিবার কৃষ্ণনগর থেকে ভোট প্রচার শুরু করছেন মমতা, তারপর গন্তব্য উত্তরবঙ্গ

রবিবার কৃষ্ণনগর থেকে ভোট প্রচার শুরু করছেন মমতা, তারপর গন্তব্য উত্তরবঙ্গ

by Sibapriya Dasgupta
27 views

মহানগর ডেস্ক : রবিবার থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিচ্ছেন। কৃষ্ণনগর থেকে রবিবার মমতা প্রচার শুরু করতে চলেছেন বলে তৃণমূল সূত্র জানিয়েছে।
তৃণমূল শীর্ষ নেতৃত্ব আপাতত রবিবার কৃষ্ণনগরের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে মুখ্যমন্ত্রী যে জনসভা করবেন, তা সফল করতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কারণ, আনুষ্ঠানিক ভাবে কৃষ্ণনগর দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন। তাই ধুবুলিয়ার সভা সফল করতে ওই লোকসভার অধীন সব নেতাকে বাড়তি দায়িত্ব নিয়ে সভায় লোক আনার উদ্যোগ নিতে বলা হয়েছে। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা রানাঘাট লোকসভায কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকেও এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে কৃষ্ণনগরে। তাই জেলা নেতৃত্বের তরফে ভোটের আগে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণনগরে আরও একটি প্রচারসভা করার আবেদন জানানো হবে। তবে মমতা সেই সময় পান কি না তা নিয়ে চিন্তিত নদিয়া জেলা তৃণমূল নেতৃত্ব।  প্রসঙ্গত, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়ার লড়াই বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের বিরুদ্ধে। এই রাজমাতা বিজেপির প্রার্থী হয়েই সিরাজ দৌলার সমালোচনায় সরব হয়েছেন। অন্যদিকে তাঁর এই সমালোচনার জবাবে তৃণমূল রাজ্য নেতৃত্ব কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রকে ব্রিটিশের দালাল আখ্যা দিয়েছে।

কৃষ্ণনগরের সভা শেষে আগামী সপ্তাহে মমতা টানা প্রচার চালাবেন উত্তরবঙ্গে। আগামী ৩ এপ্রিল মমতা উত্তরবঙ্গ রওনা হবেন। ৪-৮ এপ্রিল উত্তরবঙ্গ থাকবেন মমতা, সেখানে থেকেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার  করবেন তিনি। ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হবে। ওই দিন প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভায় ভোট হবে। তাই মনে করা হচ্ছে, এই সময়ে তিনি প্রচারসভা করতে পারেন এই তিনটি লোকসভা এলাকাতেই। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ তৃণমূলকে শূন্য হাতে ফিরিয়েছে। তাই এ বার উত্তরবঙ্গ থেকে যে করেই হোক কয়েকটি আসন জিততে চাইছে বাংলার শাসকদল। সে জন্য পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এই সব লোকসভা আসনে প্রচারসভার পাশাপাশি মিছিল এবং জনসংযোগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী প্রথম তিন দফা জুড়ে যে ভোট হবে তাতে উত্তরবঙ্গের সব ক’টি আসনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। দ্বিতীয় দফার ভোটে ২৬ এপ্রিল ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভায়। তৃতীয় দফায় ভোট ৭ মে। ওই দিন ভোট হবে মালদহ উত্তর এবং দক্ষিণ আসনে। ওই দিনই ভোট হবে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভায় কেন্দ্রেও। তবে মমতার এ বারের সূচিতে মালদহ-সহ উত্তরবঙ্গের অন্য লোকসভা আসনগুলি থাকলেও কোনও ভাবেই রাখা হবে না মুর্শিদাবাদ। উত্তরবঙ্গ সফর থেকে ফিরে আবারও প্রচারসূচি তৈরি করে মুর্শিদাবাদের আসনগুলির জন্য প্রচারে যাবেন মমতা। এই সফরেই বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে যাতে মুখ্যমন্ত্রী যান, সে ভাবেই তাঁর সফরসূচি তৈরি করছপ তৃণমূল। কারণ, দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট হলেও, ওই কেন্দ্রের বিজেপির প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে জয়ী হয়েছিলেন। তাই তাঁর বিরুদ্ধে এবার আগের চাইতে জোরালো প্রচার চাইছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved