Home Bengal সন্দেশখালির ৬০ কিলোমিটার আগে বাসন্তী হাইওয়ের মুখেই পুলিশ আটকে দিল শুভেন্দুদের

সন্দেশখালির ৬০ কিলোমিটার আগে বাসন্তী হাইওয়ের মুখেই পুলিশ আটকে দিল শুভেন্দুদের

by Shreya Maji
53 views

মহানগর ডেস্ক:   সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের বাসন্তী হাইওয়ের মুখে আটকে দিল পুলিশ। বিশাল পুলিশ ফোর্স ব্যারিকেড করে এবং পুলিশ ভ্যান দিয়ে রাস্তা আটকে দিয়েছে। শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের যেতে দেওয়া হল না সন্দেশখালিতে।

সোমবার সকালেই পুলিশ জানিয়ে দেয়, “বাসন্তীতে ১৪৪ ধারা চলছে। তাই কোনও রাজনৈতিক নেতাকে সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হবে না।” পুলিশ বিরোধীদের সন্দেশখালিতে ঢুকতে না দিয়ে কথা রাখল কিন্তু কোনও ভাবেই সন্দেশখালির মহিলাদের অভিযোগ শুনেও শেখ শাহজাহান এবং শিবু হাজরাকে পুলিশ এখনও খুঁজে পেলো না। যে বাসে করে শুভেন্দু সহ বিজেপি বিধায়করা সন্দেশখালি যাচ্ছিলেন পুলিশি বাঁধা পেয়ে তাঁরা সেই বাসেই বসে রয়েছেন। শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বলেছিলেন আমরা আইন ভাঙব না। আমাদের ৪জন মহিলা প্রতিনিধি ভেতরে ঢুকবেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “সন্দেশখালির ৬০ কিলোমিটার আগে আটকালো কেন? এটা কি মমতার বাপের জায়গা? লেডি কিম ভয় পেয়েছ। আরামবাগ থেকে চোর মমতার নির্দেশে আমাদের কেন আটকানো হল? চোর মমতা উত্তর দেবে? থরথর করে কাঁপছে চোর মমতা, ভীত মমতা। আমাদের আইনজীবীরা হাই কোর্ট থেকে আসছেন। পুলিশের বলতে হবে ৬০ কিলোমিটার আগে বাঁধা কেন? মৌলিক অধিকার আক্রান্ত।” বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “আমাদের আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকে দিল। তবে আজ না পরলেও আমরা সন্দেশখালি ঢুকবোই।”

You may also like