মহানগর ডেস্কঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাম টাই যথেষ্ট। গোটা ইন্ডাস্ট্রি বলতে যা বোঝায়। বাংলা সিনে দুনিয়ার একমাত্র মুখ। অভিনয়ের পাশাপাশি যার ব্যক্তিগত জীবন নিয়ে রোজকার চলে কাটাছেঁড়া। একাধিক সম্পর্ক থেকে বিয়ে এগুলো এখন হলুদ পাতার জলভাত। তবে ইতিমধ্যে যে কারণে আবার তিনি ট্রেন্ডিং তা হল বুম্বাদার বিদেশী তনয়া।
বাবার সাথে সম্পর্ক না থাকলেও পারিবারিক টান যে থেকেই গেছে তা বোঝা যায়। লন্ডন ফেরত মেয়ে কলকাতা এলেই বার বার ছুটে যান পিসির কাছে। পল্লবীও পরম স্নেহের ভাইজিকে কাছে টেনেছেন মাতৃ স্নেহে। শহরের পারদকে তোয়াক্কা না করে পিসি ভাইজি চুপিসারে করে নিলেন ডিনার। শহরের নামি রেস্টুরেন্টের টেবিলে প্লেট নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন তারা। আর যা নিয়েই হৈচৈ ফিড জুড়ে। দেখুন!
প্রেরণা বুম্বাদার দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে। ইন্ডাস্ট্রির সাথে বড় মেয়ের কোনো সম্পর্ক না থাকলেও, পল্লবীর সাথে দারুন সখ্যতা প্রেরণার । তাইতো ক্রিসমাস সারপ্রাইজে পিসির সাথে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিলেন তারা সোশ্যাল মিডিয়া পেজে। অভিনেতার বোন পল্লবীও যে নিয়মিত যোগাযোগ রাখেন প্রাক্তন বৌদি ও ভাইজির সাথে সেটা বোঝাই যায় তাদের ইনস্টাগ্রাম দেখে।
প্রেরণার জন্মের পরেই অপর্ণার সাথে ডিভোর্স হয়ে যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যের। তারপর থেকেই এক হাতেই মানুষ করেছেন মেয়েকে তিনি। এখন তিনি লন্ডনে থাকেন। প্রেরণা অপরুপ সুন্দরী। তার গ্ল্যামার দেখে ভিরমি খান তাবড় তাবড় অভিনেতারা। আদ্যপান্ত এই ফ্যাশানিস্তা ওকালতি নিয়ে পড়াশোনা করেছেন। নিজের বন্ধুবান্ধব নিয়ে দিব্য আছেন। বাবার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টাও করেন না। তবে এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যয় জানিয়েছিলেন সুযোগ পেলে তিনি একবার তার মেয়েকে জড়িয়ে ধরতে চান। আর সেই সময়ের অপেক্ষায় আছেন তিনি ।